বাংলাদেশের প্রথম মহিলা প্যারাট্রুপার ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌসের সফল প্যারা জাম্প
বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস গতকাল বৃহস্পতিবার
সিলেটের জালালাবাদ সেনানিবাসে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার থেকে
সাফল্যজনকভাবে প্যারাসুট জাম্প সম্পন্ন করেছেন।
মো:
আমিনুল হক সরকার এবং নাসিমা বেগমের মেয়ে ক্যাপ্টেন জান্নাত ১৯৮৮ সালের ১
জানুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি বিষ্ণুপুর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়ার
অধিবাসী। ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস গত ২৪ ডিসেম্বর ২০০৯ সালে বাংলাদেশ
সেনাবাহিনীতে ৫৯ বিএমএ লং কোর্সের সাথে কমিশন লাভ করেন। তিনি সিলেট
জালালাবাদ সেনানিবাসে অবস্থিত স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে
(এসআইঅ্যান্ডটি) বিশেষ যুদ্ধ শাখার অধীনে পরিচালিত ব্যাসিক প্যারা কোর্সে
অংশ নিয়ে বাংলাদেশের তথা সেনাবাহিনীর প্রথম মহিলা প্যারাট্রুপারের গৌরব
অর্জন করেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমিতে কম্পিউটার প্রশিক হিসেবে
নিয়োজিত এই অফিসার গত ১৩ জানুয়ারি প্যারাসুট প্রশিণে যোগদান করেন।
সামগ্রিকভাবে উত্তীর্ণ হওয়ার পর গতকাল সকালে ১০০০ মিটার উচ্চতায় বাংলাদেশ
বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার থেকে প্যারাসুট জাম্প করে ক্যাপ্টেন
জান্নাত সফলভাবে ভূমিতে অবতরণ করেন। আইএসপিআর।
No comments