'পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র'

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত শেরি রেহমান বলেছেন, 'পাকিস্তানে সিআইএর ড্রোন হামলা আমাদের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।' গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক পত্রিকা ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সন্ত্রাসবাদবিরোধী ভূমিকা সত্ত্বেও পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের অবিশ্বাস নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি।
শেরির এ বক্তব্যের পরদিন গত বুধবার পাকিস্তানে ফের ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনজন নিহত হয়েছে।
শেরি বলেন, পাকিস্তান ড্রোন হামলার অনুমোদন দিয়েছে, কিন্তু জনসমর্থন পক্ষে রাখতে প্রকাশ্যে ড্রোন হামলার নিন্দা করে_সংবাদমাধ্যমে প্রায়ই এ রকম খবর চোখে পড়ে। আসলে এগুলোর কোনো ভিত্তি নেই। পাকিস্তানে শত শত ড্রোন হামলার বেশির ভাগ ওবামার প্রশাসনের অধীনে চালানো হয় উল্লেখ করে তিনি বলেন, 'আমি নিশ্চিত করে বলতে চাই, আমরা (পিপিপি) সরকারে আসার পর থেকে গোপনে কোনো অপকর্মকে সমর্থন করা হয়নি, মৌন সম্মতির প্রশ্নই আসে না।'
শেরি রহমান জানান, পাকিস্তানের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ ও সন্ত্রাসবাদবিরোধী সরকারি অভিযানে গত ১০ বছরে সামরিক ও বেসামরিক মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষ মারা গেছে। তা সত্ত্বেও পাকিস্তানের প্রতি যুক্তরাষ্ট্রের অবিশ্বাস না কমায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। সূত্র : ওয়াশিংটন পোস্ট, ডন।

No comments

Powered by Blogger.