আইন প্রতিমন্ত্রীর ঘোষণা সংবিধান পরিপন্থী ॥ by মওদুদ

 প্রথম থেকেই বিরোধী দল সংসদে উপস্থিত থাকলেও রবিবার জাতীয় সংসদের অধিবেশন ছিল কার্যত নিরম্নত্তাপ। পয়েন্ট অব অর্ডারেও হয়নি কোন বাকযুদ্ধ।
বিএনপির জ্যেষ্ঠ নেতা এম কে আনোয়ার তাঁর বাড়িতে হামলার ঘটনা সরকারী দলের দুই সংসদ সদস্যকে দিয়ে তদনত্মের দাবি জানিয়েছেন। অন্যদিকে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ দাবি করেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললে আইন প্রতিমন্ত্রী মামলা করার যে ঘোষণা দিয়েছেন, সেটি সম্পূর্ণ সংবিধান পরিপন্থী।
দু'দিন বিরতীর পর রবিবার বিকেল ৫টায় স্পীকার এ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরম্ন হয়। কিন্তু অধিবেশন শুরম্নর সঙ্গে সঙ্গে বিএনপির ব্যারিস্টার মওদুদ আহমদ, বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদীন ফারম্নক ও শহীদউদ্দিন চৌধুরী এ্যানি দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখার জন্য দাঁড়িয়ে যান। জবাবে স্পীকার কঠোরতার সঙ্গে বলেন, প্রশ্নোত্তর পর্বের আগে পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে রাখার কোন সুযোগ নেই। পরে ফোর দেব।

No comments

Powered by Blogger.