বাউবির এসএসসি পরীার ফল প্রকাশ- পাসের হার ৫৮ দশমিক ৫০
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১১ সালের এসএসসি
প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল গতকাল প্রকাশিত হয়েছে।
সের
হার ৫৮ দশমিক ৫০। এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে অংশগ্রহণকারী মোট শিার্থীর
সংখ্যা ছিল দুই লাখ এক হাজার ৬৭৫ জন। চূড়ান্ত পরীায় অংশগ্রহণকারী
(দ্বিতীয় বর্ষ) ৮১ হাজার ৭৩ জন শিার্থী থেকে মোট ৫২ হাজার ৪৪২ জন
শিার্র্থী কৃতকার্য হয়। কৃতকার্য শিার্থীদের মধ্যে ১২ জন ‘এ প্লাস’ ১৯৯৫
জন ‘এ’, ৯০২৯ জন এ মাইনাস, ১৭৯৪৩ জন ‘বি’, ২২৪০৬ জন ‘সি’ এবং ১০৫৭ জন
শিার্থী ‘ডি’ পেয়েছেন। উত্তীর্ণ শিার্থীদের মধ্যে ২৯১৫২ জন ছেলে এবং ২৩২৯০
জন মেয়ে। ছেলেদের পাসের হার ৫৬.৩৩ এবং মেয়েদের পাসের হার ৬১.৪৭।
উল্লেখ্য এ বছর প্রথম বর্ষের পরীায় মোট এক লাখ ২০ হাজার ৬০২ জন শিার্থী
অংশগ্রহণ করেছে।
নিজ নিজ স্টাডি সেন্টার ও ওয়েব সাইট থেকে পাশিার্থীরা আজ শুক্রবার এ ফল থেকে জানতে পারবে।
নিজ নিজ স্টাডি সেন্টার ও ওয়েব সাইট থেকে পাশিার্থীরা আজ শুক্রবার এ ফল থেকে জানতে পারবে।
No comments