সব মামলায় জামিন পেলেন হলমার্কের জেসমিন

হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে জামিন দিয়েছেন আদালত। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো: জহুরুল হকের আদালতে তার পক্ষে ১১টি মামলায় জামিন চাওয়া হয়।
আদালত শুনানি শেষে ১১টি মামলায় ৫০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। গত বছরের ৪ ডিসেম্বর দুদকের উপপরিচালক মীর মো: জয়নুল আবেদীন শিবলী বাদি হয়ে রমনা থানায় জেসমিন ইসলাম, তার স্বামী মো: তানভির আহম্মদসহ ২২ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেন। মামলা করার পর তানভির, জেসমিন ইসলাম, তুষার মাহমুদ, এ কে এম আজিজুর রহমানকে গ্রেফতার করা হয়। আদালতে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দেন। ঢাকার সিএমএম আদালত জেসমিন ইসলামের জামিন নাকচ করলে ওই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতে ১১টি মামলায় জামিন আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৫০ হাজার টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন।

মামলায় বলা হয়েছে, আনোয়ারা স্পিনিং মিলের নামে কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব না থাকলেও হলমার্ক গ্রুপের এই প্রতিষ্ঠানের নামে সোনালী ব্যাংক ২৬৪ কোটি ৫৬ লাখ ৬৭ হাজার টাকা ঋণ প্রদান করে, যা আসামিরা দুর্নীতির মাধ্যমে অন্যত্র হস্তান্তর করে প্রতারণার আশ্রয় নিয়ে আত্মসাৎ করেন।

No comments

Powered by Blogger.