চাঁপাইয়ে শিবির নেতা শাহিন হত্যায় এসপিসহ ১৩ পুলিশের বিরুদ্ধে মামলা
সোমবার চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শিবির নেতা
হাফিজুর রহমান শাহিন হত্যার অভিযোগে পুলিশ সুপারসহ ১৩ পুলিশ সদস্যের
বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে স্থানীয় এক জামায়াত নেতা।
মামলাটি দায়ের
করেন জেলার শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের স্থানীয় জামায়াত নেতা মফিজুল
ইসলাম ওরফে টানু। অভিযুক্তরা হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার নজরুল
হোসেন, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক, এস আই মোঃ ইয়ামিন
আলী, এস আই ওয়াহিদুজ্জামান, এ এস আই মোঃ রেজাউল করিম, এ এস আই রাফায়েত
হোসেন, এ এস আই মোঃ জাহাঙ্গীর, এ এস আই মোঃ আমিনুল ইসলাম,কনস্টেবল মোঃ
নুরুন্নবী, কনঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, কনঃ মোঃ মাজহারুল ইসলাম, কনঃ মোঃ
আমজাদ হোসেন ও চালক কনঃ মোঃ কাউসার জাহান।
চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন মামলাটি আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ২০৫-এর ঘ ধারা অনুযায়ী একই মামলা হওয়ায় পূর্ববর্তী মামলার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত এ মামলার কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলে জানান।
চাঁপাইনবাবগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুদ্দীন মামলাটি আমলে নিয়ে ফৌজদারী কার্যবিধি আইনের ২০৫-এর ঘ ধারা অনুযায়ী একই মামলা হওয়ায় পূর্ববর্তী মামলার পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত এ মামলার কার্যক্রম আপাতত স্থগিত থাকবে বলে জানান।
No comments