অনুদানের জন্য জমা পড়েছে ৫০টি চলচ্চিত্র by মঈন আবদুল্লাহ

০১১-১২ অর্থবছরে সরকারি অনুদানে চলচ্চিত্র নির্মাণের জন্য ৫০টি চিত্রনাট্য জমা পড়েছে। গত কয়েক বছরের তুলনায় এ সংখ্যা অনেক কম। এ কারণে সরকারি অনুদানের প্রতি নির্মাতাদের আগ্রহ দিন দিন কমছে বলেই ধারণা সংশ্লিষ্টদের। যদিও চলতি বছরে অনুদানে অর্থবরাদ্দ বৃদ্ধির ঘোষণা দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তারপরও আবেদনের সংখ্যা কম হওয়ায় হতাশ মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখা। অন্যদিকে আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য নির্মাতারা দাবি করছেন বলে জানা গেছে। অবশ্য এ নিয়ে তথ্য মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা নেই।


গত অক্টোবরে সরকারি অনুদান পেতে আগ্রহীদেরকে চিত্রনাট্য জমা দেওয়ার আহ্বান জানায় তথ্য মন্ত্রণালয়। চিত্রনাট্য জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ অক্টোবর। জানা গেছে, ইতিমধ্যে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের একটি বাছাই কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি এরই মধ্যে চিত্রনাট্য বাছাইয়ের কাজ শুরু করেছে।
এবারের অনুদান প্রসঙ্গে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, 'আসলে সময়টা অনেক কম ছিল। অনেকে পাণ্ডুলিপি জমা দিতে পারেননি। সবার সুবিধার্থে আরও কয়েকদিন সময় বাড়ানো উচিত। তবে সরকারি সিদ্ধান্ত ছাড়া এটি সম্ভব নয়। যারা আবেদন জমা দিয়েছেন সেগুলোর মধ্য থেকেই মানসম্পন্ন পাণ্ডুলিপি বাছাই করে অনুদান দেওয়া হবে।'

No comments

Powered by Blogger.