পাকিস্তান ক্রিকেটে সুখের সময়

সিরিজ শুরুর আগে প্রথম সংবাদ সম্মেলনেই পাকিস্তান ম্যানেজার একটা অনুরোধ রেখেছিলেন বাংলাদেশি সাংবাদিকদের কাছে। 'আমরা এখানে শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশিদের মনও জয় করতে এসেছি। ক্রিকেট বাদে অন্য কোনো ধরনের প্রশ্ন থেকে বিরত থাকবেন আপনারা।' ব্যাপারটি খুলে না বললেও সবাই বুঝে গিয়েছিল স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত তিন পাকিস্তানি ক্রিকেটারের জেলে যাওয়া নিয়ে কোনো প্রশ্ন শুনতে চাচ্ছেন না মিসবাহরা;


কিন্তু গতকালই তেমন একটি প্রশ্ন শুনতে হলো ইউনিস খানকে। তবে এবার প্রশ্নটি শুনে উত্তর না দিয়ে পারলেন না ইউনিস; বরং পাকিস্তানি ওই সাংবাদিকের কথা শুনে একটু খুশিই হলেন। অনেক ঝড়-ঝাপটা পেরিয়ে পাকিস্তান ক্রিকেট আবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে, শ্রীলংকার পর বাংলাদেশকেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। কী বলবেন এই ঘুরে দাঁড়ানোকে? 'আমি এ জন্য দলের প্রত্যেক ক্রিকেটারকে ধন্যবাদ জানাই। সে সঙ্গে পাকিস্তানের প্রত্যেক নাগরিককে ধন্যবাদ জানাই, তারা আমাদের ওপর ভরসা রেখেছেন বলে।'
যেমনটি বিব্রত লাগল চট্টগ্রাম টেস্টের আয়ুষ্কাল এবং বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে। 'আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই চ্যালেঞ্জিং। আমরাও ওয়ানডেতে রানের জন্য স্ট্রাগল করেছি। তবে ভালো ব্যাপার হলো, আমরা সব ম্যাচই জিতেছি। টেস্টেও সিরিজ জিততে চাই আমরা। টেস্টে বাংলাদেশের কাছ থেকে আর লড়াই আশা করছি। কেননা তাদের কাছে এ মাঠ ভীষণ চেনা। শুনেছি এখানে তারা কয়েকটি ম্যাচও জিতেছে।' বাংলাদেশি ব্যাটসম্যানদের অবস্থা চোখের সামনেই দেখেছেন গত কয়েকটি ম্যাচে। তারপরও ইউনিস মনে করেন, ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে স্বাগতিকদের। 'বাংলাদেশিরা যদি পরিস্থিতি ধরে খেলতে পারে তাহলে অবশ্যই তাদের কাছ থেকে জোর লড়াইয়ের মুখে পড়তে হবে আমাদের। তবে আমাদের হাতে বিশ্বমানের স্পিনার রয়েছে। আর টেস্ট জিততে একটি দলের ভালো বোলার থাকা চাই। আমাদের হাতে যা অনেক আছে।' ইউনিস খান যেখানে টেস্ট জয়ের জন্য বোলারদের কথা বললেন, সেখানে টেস্টের মান রক্ষার জন্যই বাংলাদেশিরা ব্যাটসম্যানের খোঁজ করছেন।

No comments

Powered by Blogger.