বাংলাদেশ কিভাবে ঠেকাবে এই পাকিস্তানকে! by কামরুল হাসান

প্রশ্নটা যাকে করা হয়েছে সেই ইউনিস খানও ওই টেস্টে ছিলেন। কিন্তু স্মৃতিটা তাঁদের জন্য খুব একটা মধুর নয় বলেই হয়তো জবাবটা হলো সাদামাটা, আমার মনে হয় মনে আছে। বলে একটা হাসি দিলেন, যে হাসির অর্থ সেই পাকিস্তান আর এই পাকিস্তান এক নয়। আসলেই এক নয়। মুলতানের সেই টেস্টের পর এখানকার পদ্মা বা ওখানকার সিন্ধু নদ নিয়ে অনেক জল গড়িয়ে গেছে। বিতর্ক নিত্যসঙ্গী মন্ত্রে দীক্ষিত পাকিস্তান দলেও ঘটে গেছে কত ঘটনা!


কোচের সঙ্গে অধিনায়কের দ্বন্দ্ব, অধিনায়কের সঙ্গে বোর্ড সভাপতির দ্বন্দ্ব, দলাদলি, স্পট ফিক্সিং এবং শেষ পর্যন্ত জেল-জরিমানাও। এবং আশ্চর্য ব্যাপার ঘাত-প্রতিঘাত সঙ্গে নিয়ে পথচলার পরেও এই পাকিস্তান দলটা দিন দিন কেমন অপ্রতিরোধ্য হয়ে উঠছে। বিশ্বাস হচ্ছে না? গত এক বছরে পাকিস্তান দলের পারফরম্যান্স দেখুন। এই সময়ে ৩২টি ওয়ানডে খেলেছে তারা, জিতেছে এর ২৪টিতে, হার মাত্র ৭টি। বিশ্বকাপের পর এখন পর্যন্ত ৫টি ওয়ানডে সিরিজ খেলেছে তারা, জিতেছে সবই। গত এক বছরে খেলা ৪টি টেস্ট সিরিজের ৩টিতেই জিতেছে তারা, ড্র করেছে কেবল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। সাম্প্রতিক সিরিজগুলোতে অন্য সব প্রতিপক্ষের সঙ্গেই বাংলাদেশ একটা না একটা ওয়ানডে ম্যাচ জিতেছে শুধু এই মিসবাহ-হাফিজরাই একেবারে দাঁড়াতে দিলেন না তাদের। না টোয়েন্টি টোয়েন্টি, না ওয়ানডেতে। প্রতিপক্ষ এত ভয়ংকর আর নিজেদের দলটাকে এত হতদরিদ্র দেখাচ্ছে যে টেস্ট সিরিজে অন্য রকম কিছু হবে এ স্বপ্ন দেখার দুঃসাহসও করছেন না কেউ! আর করবেই বা কী করে। পাকিস্তানের পেস অ্যাটাক নিয়ে একটা বাড়তি চিন্তা থাকে যে কোনো প্রতিপক্ষের। এবার দেখা যাচ্ছে তার চেয়ে বেশি আতঙ্ক তৈরি করেছেন স্পিনাররা। টোয়েন্টি টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ তো বলতে গেলে স্পিনার দিয়েই জিতে নিল পাকিস্তান। টেস্টেও তাই বাংলাদেশের বিপক্ষে স্পিনটাকেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করা হবে বলে আগাম আভাস দিয়েছেন ইউনিস, 'আমাদের দলে যে স্পিনাররা আছেন তাঁরা সবাই খুব উঁচু মানের। আবদূর রেহমানের মতো একজন যে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরম করেছে তারই একাদশে সুযোগ হচ্ছিল না। অথচ তৃতীয় ওয়ানডেতে ও সুযোগ পেয়ে কী দারুণ বল করল। আমাদের সব স্পিনারই দারুণ ফর্মে আছে এবং আমার মনে হয় টেস্ট ক্রিকেট জিততে হলে বোলারদের ফর্মটাই জরুরি।'
যা একটু সমস্যা চোখে পড়েছে সেটা ব্যাটিংয়ে। যদিও তাতে টোয়েন্টি টোয়েন্টি বা ওয়ানডে সিরিজে তাদের জয় আটকায়নি কিন্তু ব্যাটিংটা যে মনমতো হচ্ছে না সেটা আগের দিন স্বীকার করেছেন পাকিস্তানের কোচ মহসীন খান, কাল মেনে নিলেন ইউনিসও। তবে সেই মেনে নেওয়াটা শুনে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে আশা জেগে উঠেছিল সেটা উড়ে গেল তাঁর পরের কথাটা শুনেই, 'একটা জিনিস লক্ষ করবেন, আমরা হয়তো ব্যাটিংয়ে তেমন একটা ভালো করতে পারিনি কিন্তু দিনশেষে জয় আমাদেরই হয়েছে। টোয়েন্টি টোয়েন্টিতে, ওয়ানডেতেও। এটা একটা আত্মবিশ্বাসের জায়গা। আর তা ছাড়া ওয়ানডে সিরিজেও যেসব ব্যাটসম্যান ৩০-৪০ রান করে করেছে তারা কিন্তু অনেক বল খেলেছে। সুতরাং টেস্টের ব্যাটিং প্র্যাকটিস কিছুটা আসলে হয়ে গেছে।'
স্পিনসমৃদ্ধ বোলিং অ্যাটাক ভয়ংকর দেখাচ্ছে আগে থেকেই, এখন শোনা যাচ্ছে ব্যাটিং নিয়েও নাকি চিন্তা নেই। বাংলাদেশ কিভাবে ঠেকাবে এই পাকিস্তানকে?

No comments

Powered by Blogger.