ত থ্য বি চি ত্র-রাস্তার ঝাড়ূদার

মাছিকে খুব সাধারণ প্রাণী বলেই মনে হয়। এটির বাসও বিশ্বজুড়ে। থাকে মানুষের কাছাকাছিই। সাধারণ প্রাণী হলেও অসাধারণ কিন্তু নানা রোগ-বালাই ছড়ানোর ক্ষেত্রে। এ দিক থেকে পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীগুলোর মধ্যে এটিকেও গণ্য করা যায়।মাছিকে রাস্তার ঝাড়ূদার হিসেবে আখ্যায়িত করা যায়। বাস করে নোংরা স্থানে। বহন করে নানা রোগের জীবাণু। এসে বসে খাবার-দাবারের ভেতরে। সেই খাবার খেয়ে সহজেই আমরা আক্রান্ত হই টাইফয়েড জ্বর,


কলেরা, আমাশয়ের মতো অসুখে।\ওড়াউড়ির ক্ষেত্রে মাছি কিন্তু কম দুরন্ত নয়। জন্মস্থান থেকে উড়ে এটি তেরো মাইল পর্যন্ত যেতে পারে।\সাধারণ মাছি ঘণ্টায় সর্বোচ্চ পাঁচ মাইল বেগে উড়তে পারে। মজার ব্যাপার হলো, ওড়ার সেই সময় প্রতি মিনিটে পাখা স্পন্দিত হয় কমপক্ষে কুড়ি হাজার বার।
মাছির সারাদেহে সর্বমোট আট হাজারের মতো চোখ আছে। ওড়ার সময় এর মধ্যে চার হাজার দৃষ্টিসহায়ক কাঁচ [চোখের মণির পেছনের স্বচ্ছ অংশ, যার মধ্য দিয়ে আলো প্রতিসরিত হয়] হিসেবে কাজ করে।
নারী মাছির শরীরে আছে একুশটি থোকা, যার প্রতিটিতে কমপক্ষে একশ' ত্রিশটি করে ডিম থাকে। এই ডিম হয় সাদা এবং তা লম্বায় হয় ১/২০ ইঞ্চি।
মাছি হয়তো আমাদের কারও কোনো ধনসম্পত্তির ক্ষতিসাধন করতে পারে না। তবে উৎপাত করে জীবনটা বিষিয়ে তুলতে পারে!

No comments

Powered by Blogger.