তামিম ইকবালের দুঃসময় by রুবেল খান

ময় কত দ্রুতই না বদলে যায়! কিছুদিন আগেও যিনি ছিলেন দলের অপরিহার্য খেলোয়াড়, যাকে ছাড়া বাংলাদেশ দল মাঠে নামার কথা কল্পনাতেও আনত না, সেই তামিম ইকবালকে নিয়ে প্রতিটি ম্যাচের আগে এখন প্রশ্ন উড়ে বেড়ায়, এ ম্যাচে কি তামিম খেলছেন? নিজ শহর চট্টগ্রামের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের আগের দিনও একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এমনও কথা উঠছিল, ম্যাচটি খেললেও তামিম ওপেনিং করতে চাচ্ছেন না।


যদিও তামিম তা নাকচ করে দিয়েছেন। অফ ফর্মে আছেন বলেই হয়তো বাতাসে ভেসে বেড়াচ্ছে এমন সব প্রশ্ন। শুধু অফ ফর্মই নয়, রয়েছে মাঠের বাইরের কিছু ব্যাপারও। সব মিলিয়ে ক্যারিয়ারে দুঃসময় দেখা দিয়েছে তামিমের। এ দুঃসময়কে পেছনে ফেলতে হলে রানে ফিরতে হবে তাকে। ব্যাটে ভালো রানই পারে সব সমালোচনার জবাব দিতে। জানেন তামিমও। 'রানে ফিরতে চাই, চেষ্টা চালিয়ে যাচ্ছি।'
চট্টগ্রামে ১৯ নভেম্বর থেকে ছয় দিনের প্র্যাকটিস ক্যাম্প করেছিল বাংলাদেশ। প্রথম দিনই ফিটনেস প্র্যাকটিসের অংশ হিসেবে ফুটবল খেলার সময় হাঁটুতে ব্যথা পান তামিম। তবে প্রথম দু'দিন টের না পেলেও তৃতীয় দিন প্র্যাকটিস করতে গিয়ে হাঁটুতে ব্যথা অনুভব করেন। ফিজিও প্রাথমিক চিকিৎসা দিয়ে হাঁটুর এমআরআই করানোর জন্য তাকে ঢাকায় পাঠিয়ে দেন। এমআরআই টেস্টে হাঁটুতে কোনো সমস্যা ধরা পড়েনি। তাকে তিন দিনের বিশ্রাম দেওয়া হয়। এরপরই তামিমের ইনজুরি নিয়ে কেউ কেউ প্রশ্ন তোলেন। সবাইকে অবাক করে দিয়ে সেই হাঁটুর ইনজুরির কারণে তামিম পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচ খেলেননি। এরপর ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচের আগেই তামিম খেলছেন কি-না, এ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এর মধ্যে যোগ হয় তামিমের রান খরায়ও। ওয়ানডে সিরিজের তিন ম্যাচ তার মোট ০+৪+০=৪ রান। কেন এমন হচ্ছে তামিমের, চাপের মুখে রয়েছেন? তামিমের জবাব, 'চাপের মুখে নেই। রান পাচ্ছি না। রান পেলেই সব ঠিক হয়ে যাবে।' ২২ টেস্টেই ৪০.২১ ব্যাটিং গড়ে ৪টি সেঞ্চুরি ও ১০টি ফিফটিসহ মোট ১৬৮৯ রান করা তামিমের ওপর অনায়াসেই আস্থা রাখা যায় আজ।

No comments

Powered by Blogger.