বাবর ফের রিমান্ডে, এবার মিঠুর মুখোমুখি করা হবে- কিবরিয়া হত্যা মামলা
হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায়
নিহত আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শামস্্ কিবরিয়া হত্যার সঙ্গে
জড়িত থাকার দায়ে গ্রেফতারকৃত সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী লুৎফুজ্জামান
বাবরকে হুজি নেতা মিজানুর রহমান মিঠুর মুখোমুখি করায় আর কোন বাধা রইল না।
আর
এই মুখোমুখির মধ্য দিয়ে ওই হত্যাকা-ের প্রকৃত মোটিভ ও গ্রেনেডের উৎস বের
হবে বলে শতভাগ আশা করছে সিআইডি। রবিবার বিকেলে ওই হত্যা মামলায়
লুৎফুজ্জামান বাবরকে আবার ৫ দিনের রিমান্ডে নিয়েছে হবিগঞ্জ সিআইডি। এ
মামলার সংশিস্নষ্ট তদনত্মকারী কর্মকর্তা সিআইডির এএসপি রফিকুল ইসলাম
হবিগঞ্জের কগনিজেন্স-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামছুল ইসলামের
আদালতে বাবরের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত উভয়পৰের আইনজীবীদের
যুক্তিতর্ক পর্যালোচনা শেষে বাবরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। আর এ
রিমান্ড মঞ্জুরের কারণে হুজি নেতা মিঠুর মুখোমুখি করা হবে বাবরকে।
No comments