কলকাতায় আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’
ভারতের কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র
নন্দন-১ প্রেক্ষাগৃহে আজ শুক্রবার শুরু হচ্ছে ‘বাংলাদেশ চলচ্চিত্র উত্সব’।
তিন দিনের এ উত্সবে অংশ নিচ্ছে বাংলাদেশের সাতটি চলচ্চিত্র।
ছবিগুলো
হলো: স্বপন আহমেদের লালটিপ, নুরুল আলম আতিকের ডুবসাঁতার, মোস্তফা সরয়ার
ফারুকীর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মুরাদ পারভেজের চন্দ্রগ্রহণ, নাসির
উদ্দীন ইউসুফের গেরিলা, গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা এবং মোরশেদুল ইসলামের
দূরত্ব। সব কটি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। উত্সবে যোগ
দিতে যাচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ, মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী,
গিয়াসউদ্দিন সেলিম, নুরুল আলম আতিক, মুরাদ পারভেজ, কুসুম সিকদার, সোহানা
সাবা ও স্বপন আহমেদ। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় যৌথভাবে এ উত্সবের আয়োজন
করেছে ভারতের বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক।
No comments