দেশ বিক্রির কথা পুরো অসত্য, বলেছেন এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাজোটের অন্যতম শরিক নেতা হুসেইন মুহম্মদ
এরশাদ বলেছেন, মন্ত্রীদের বিরম্নদ্ধে দুর্নীতির অভিযোগ না থাকলে ও দেশের
মানুষ শানত্মিতে থাকলে ২০২১ সাল পর্যনত্ম মহাজোট ৰমতায় থাকবে।
প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই ১৪ দলের সঙ্গে মহাজোটের দূরত্ব কমাতে পারেন। এক
বছরে সরকারের বড় ব্যর্থতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও টেন্ডার চাঁদাবাজি বন্ধ
করতে না পারা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানেই রাজনীতিবিদদের কপালে
বিরাট কলঙ্কের তিলক। এর কোন প্রয়োজন নেই। বলেছেন, ১/১১ আসার পেছনে যৌক্তিক
কারণ ছিল। বিএনপির কারণেই দেশে জরম্নরী অবস্থা এসেছিল। রাজনৈতিক অঙ্গনে
পরিবর্তনের জন্য ১/১১ যে সুযোগ সৃষ্টি করে দিয়েছিল, তা পুরোপুরি নষ্ট হয়ে
গেছে। বিগত সরকারের বেনিফিসিয়ারি মহাজোট নয়। দেশের জনগণ। জনকণ্ঠের সঙ্গে
বিশেষ সাৰাতকারে এরশাদ আরও বলেন, আমি বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসন করিনি।
আগের সরকারের ধারাবাহিকতা রৰা করেছিলাম। বর্তমান সরকারের ভুল-ত্রম্নটি নিয়ে
মহাজোটের শরিকদের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর
ভারত সফর শেষে বিরোধী দলের দেশ বিক্রির অভিযোগ পুরোপুরি অসত্য। দেশ বিক্রির
বিষয়টি বিরোধী দল সংসদে এসে প্রমাণ করম্নন। দৈনিক জনকণ্ঠ-এর সঙ্গে জাতীয়
পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের একানত্ম সাৰাতকারের বিসত্মারিত বিবরণ
পড়ুন চতুরঙ্গ পাতায়।
No comments