মহেশখালীর গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানা- গ্রেফতার-২
কক্সবাজারের মহেশখালীর গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানা থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। গ্রেফতার করা হয়েছে অস্ত্র তৈরির দুই কারিগরকে।
কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসাইন জানিয়েছেন, সোমবার বেলা ২ টার দিকে মহেশখালী থানার এসআই শহিদুল ইসলাম ও এএসআই মুজিবুর রহমানের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর অস্ত্র তৈরির শীর্ষ কারিগর বড় মহেশখালীর পাহাড়তলী গ্রামের উলা মিয়া মিস্ত্রীর পুত্র জাফর আলমকে গ্রেফতার করে তার বাড়ি থেকে। পরে তার স্বীকারোক্তি মতে পুলিশের ৩ টি পৃথক টিম তিন দিক থেকে বড় মহেশখালীর পাহাড়তলী. বারিতল্যা ঘোনা নামক পাহাড়ী এলাকাটি কর্ডন করে। এরপর উক্ত পাহাড়ের একটি গুহায় আবিষ্কার করে অস্ত্র তৈরির কারখানা। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ জানান, পুলিশ উক্ত গুহা থেকে অস্ত্র তৈরির সময় বড় মহেশখালীর পাহাড়তলী গ্রামের মোহাম্মদ জালালের পুত্র একরামুল হককে গ্রেফতার করে। বিকেল ৫টা পর্যনত্ম চলা এ অভিযানে উক্ত কারখানা থেকে পুলিশ ২ টি লম্বা বন্দুক, ২ রাউন্ড কাতর্ুজ, বন্দুকের নল ২টি, ড্রিল মেশিন, আগুন ধরানোর মেশিন ৫টি, হেস্কো বেস্নড, টিগারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের ব্যাপক জিঞ্জাসাবাদ চলছে বলে পুলিশ জানায়। পুলিশ সুপার জানিয়েছেন, অবৈধ অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে।
No comments