যা কিছু প্রথম
যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম। কাজেই প্রথম চিরকালই প্রথম।
জন্মদিনের উৎসব
প্রাচীনকালে মানুষ তার জন্মদিবস মনে রাখার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি। ব্যাপারটি যে একটা মনে রাখার বিষয়, সেটাও কারও মাথায় আসেনি। তবে খ্রিষ্টপূর্ব তেরো শতকে পরিব্রাজক মার্কো পোলো চীনে গিয়ে লক্ষ করেন, চীনারা জন্মতারিখের পরিসংখ্যান সংরক্ষণ করে এবং নির্দিষ্ট দিনগুলোতে তা সাড়ম্বরে উদ্যাপিত হয়। জন্মতারিখের পরিসংখ্যান প্রয়োজন পড়ত জ্যোতিষ চর্চার জন্য। ব্যক্তিবিশেষের ভাগ্যগণনার জন্যও এই জন্মতারিখের প্রয়োজন হতো। খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দে পশ্চিম এশিয়ায় নিজেদের জন্মদিন দারুণ ধুমধামের সঙ্গে পালন করত পারসিরা।
পারসিদের পালন করা জন্মদিনের উৎসবগুলোর কথা প্রথম লিখেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোদোতুস। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে তিনি পারসিদের জন্মদিনের উৎসব সম্পর্কে লিখেছিলেন, ‘এই পারসিরা দারুণ ধুমধামের সঙ্গে তাদের জন্মদিনের উৎসব পালন করে। জন্মদিনের উৎসব পালন করা এই পারসিরা কিন্তু সবাই সাধারণ পরিবার ও গোত্রভুক্ত।’
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
প্রাচীনকালে মানুষ তার জন্মদিবস মনে রাখার কোনো প্রয়োজনীয়তাই অনুভব করেনি। ব্যাপারটি যে একটা মনে রাখার বিষয়, সেটাও কারও মাথায় আসেনি। তবে খ্রিষ্টপূর্ব তেরো শতকে পরিব্রাজক মার্কো পোলো চীনে গিয়ে লক্ষ করেন, চীনারা জন্মতারিখের পরিসংখ্যান সংরক্ষণ করে এবং নির্দিষ্ট দিনগুলোতে তা সাড়ম্বরে উদ্যাপিত হয়। জন্মতারিখের পরিসংখ্যান প্রয়োজন পড়ত জ্যোতিষ চর্চার জন্য। ব্যক্তিবিশেষের ভাগ্যগণনার জন্যও এই জন্মতারিখের প্রয়োজন হতো। খ্রিষ্টপূর্ব প্রথম সহস্রাব্দে পশ্চিম এশিয়ায় নিজেদের জন্মদিন দারুণ ধুমধামের সঙ্গে পালন করত পারসিরা।
পারসিদের পালন করা জন্মদিনের উৎসবগুলোর কথা প্রথম লিখেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোদোতুস। খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে তিনি পারসিদের জন্মদিনের উৎসব সম্পর্কে লিখেছিলেন, ‘এই পারসিরা দারুণ ধুমধামের সঙ্গে তাদের জন্মদিনের উৎসব পালন করে। জন্মদিনের উৎসব পালন করা এই পারসিরা কিন্তু সবাই সাধারণ পরিবার ও গোত্রভুক্ত।’
দ্য পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
No comments