অবৈধ তিমি শিকার বন্ধে আইন কঠোর করল সিউল

অবৈধ তিমি শিকার ঠেকাতে আইন আরো কঠোর করেছে দক্ষিণ কোরিয়া। কৃষিবিষয়ক মন্ত্রণালয় গত রবিবার প্রচলিত আইন সংশোধন করে কঠোর করার ঘোষণা দেয়। গতকাল সোমবার থেকে নতুন আইন কার্যকর হয়েছে।
দেশটিতে বাণিজ্যিকভাবে তিমি শিকার নিষিদ্ধ হলেও এত দিন মৃত তিমি ধরা ও তার মাংস বিক্রি বৈধ ছিল। নতুন আইন অনুযায়ী, জেলেরা তাঁদের জালে অথবা তীরে কোথাও মৃত তিমি পেলেও তাৎক্ষণিকভাবে তা পুলিশকে জানাতে হবে। সে ক্ষেত্রে মৃত তিমির নমুনা নিয়ে সরকারি সংস্থা পরীক্ষা করে দেখবে। জেলেদের হাতে ধরা পড়ার আগেই তিমিটির মৃত্যু হয়েছিল_পরীক্ষায় এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই কেবল সরকার অনুমোদিত জায়গায় তার মাংস বিক্রি করা যাবে।
আইনত বিধিনিষেধ থাকার পরও দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে তিমি শিকার বেড়েই চলছিল। আইনের ফাঁকের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু মানুষ এ হত্যাযজ্ঞ চালাচ্ছে অভিযোগ রয়েছে। পাশাপাশি বিপন্নের তালিকায় থাকা এই স্তন্যপায়ী প্রাণীর অস্তিত্ব রক্ষায় আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে দেশটি। সূত্র : বিবিসি, এএফপি।

No comments

Powered by Blogger.