রাজধানীতে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ফকিরাপুলে বিদেশি অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। পুলিশের দাবি, তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কাজী আমিনুল ইসলাম (২৪), জসীম উদ্দিন (৩০), মো. সোহেল (২৪) ও মকবুল হোসেন (২৪)। তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি গুলি রাখার ম্যাগাজিন, দুটি গুলি ও একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।
আজ মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে উপকমিশনার মাসুদুর রহমান বলেন বলেন, গতকাল রাত পৌনে ১১টার দিকে অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে ডিবির একটি দল গোপনে সংবাদ পেয়ে ফকিরাপুল কাঁচাবাজার থেকে তাঁদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধার করে।
মাসুদুর রহমানের ভাষ্য, গ্রেপ্তার হওয়া আমিনুল ভারত ও পাকিস্তান থেকে অস্ত্র এনে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিলেন। দীর্ঘদিন বিদেশে বসবাস করা জসীমও একপর্যায়ে ডাকাতির সঙ্গে জড়িয়ে পড়েন। অন্য দুজনের মধ্যে সোহেল ডাকাতির পাশাপাশি বিবিএর ছাত্র এবং মকবুল ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা হয়েছে।

No comments

Powered by Blogger.