দারফুরে সোনার খনির দখল নিয়ে সংঘর্ষ নিহত শতাধিক

সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরে একটি সোনার খনির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার জের ধরে এলাকা ছেড়ে পালিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। গত বুধবার জাতিসংঘ এ তথ্য জানায়।
উত্তর দারফুরের জেবেল আমির নামের ওই সোনার খনির নিয়ন্ত্রণ নিতে দুটি উপজাতীয় গোত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি সাংবাদিকদের বলেন, 'সোনার খনি এলাকার শতাধিক লোক নিহত হয়েছে এবং ৭০ হাজার মানুষ বাড়ি ছেড়ে পালিয়ে গেছে।' জানুয়ারির ৫ থেকে ৭ তারিখের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। তবে সোনার খনির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেনি হুসেন এবং আবালা নামের দুটি উপজাতীয় গোত্রের মধ্যে সৃষ্ট সংঘর্ষের মাত্রা এখন বেশ কম।
নেসিরকি জানান, এর জের ধরে কয়েকটি গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। বন্দুকধারীরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। তাদের লক্ষ্য ওই এলাকাগুলোতে জাতিসংঘ পর্যবেক্ষকদের ঢুকতে না দেওয়া। গোলযোগপূর্ণ দারফুর অঞ্চলের সহিংসতা নিয়ন্ত্রণে খার্তুম (সুদানের রাজধানী) সরকার এক দশক ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত সেখানে প্রায় তিন লাখ লোকের প্রাণহানি ঘটেছে।
সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.