শর্ত ছাড়াই নয়াদিল্লির সঙ্গে আলোচনায় বসতে রাজি উলফা

স্বাধীনতার জন্য প্রায় তিন দশক ধরে লড়াইরত ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) কোনো পূর্বশর্ত ছাড়াই নয়াদিলি্লর সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে।
রবিবার একটি শোভাযাত্রায় যোগ দিয়ে উলফা চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া জানান, প্রথমবারের মতো কোনো শর্ত ছাড়াই ভারত সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা। এর আগে সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে নানা শর্ত দিয়ে আসছিল উলফা। সেগুলোর মধ্যে আসামের স্বাধীনতা নিয়ে জাতিসংঘ প্রতিনিধিদের উপস্থিতিতে আলোচনার বিষয়ও ছিল। তবে সে সব শর্ত নাকচ করে নয়াদিলি্ল।
রাজখোয়া বলেন, 'আমাদের শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা আপনাদের কাছে ফিরে আসব এবং অধিকার আদায়ের জন্য আবার অস্ত্র হাতে তুলে নেব না কি রাজনৈতিকভাবে আন্দোলন চালিয়ে যাব তার নির্দেশনা চাইব। ২০০৯ সালে আটক হওয়া রাজখোয়া এ মাসে জামিনে ছাড়া পেয়েছেন। স্বাধীনতার দাবি নিয়ে ১৯৭৯ সালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে অত্মপ্রকাশ করে উলফা। তখন থেকে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাঁদের সহিংসতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সূত্র : বিডিনিউজ

No comments

Powered by Blogger.