হিটলার-ইভার স্মৃতিমাখা ছবি প্রকাশ
জার্মানির নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলার ও তাঁর স্ত্রী ইভা ব্রাউন যে বাংকারে আত্মহত্যা করেছিলেন, এর ভেতরে তোলা বেশ কয়েকটি ছবি প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনলাইন সাময়িকী লাইফ ডটকম ছবিগুলো প্রকাশ করেছে।
ছবিগুলো তুলেছিলেন বিখ্যাত ফটো সাংবাদিক উইলিয়াম ভ্যান্ডিভার্ট।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার ও ইভা আত্মহত্যা করেন। এরপর হিটলার দম্পতির ব্যবহৃত বাংকারে প্রবেশের অনুমতি পান ভ্যান্ডিভার্ট। তাঁর ভাষ্য মতে, ছবিগুলো তোলার সময় কেবল একটি মোমবাতি ব্যবহার করেন তিনি। ছবিগুলো তোলার জন্য ৪০ মিনিট সময় পান।
ছবিগুলোতে হিটলারের ব্যবহৃত সোফা দেখা যাচ্ছে। এই সোফায় বসে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন তিনি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, একটি ডেস্কের ওপর ছড়ানো ছিটানো কিছু কাগজ পড়ে আছে। আত্মহত্যার পর যেখানে হিটলার ও ইভার মৃতদেহ পুড়ে গিয়েছিল, সেই জায়গারও একটি ছবি রয়েছে। এ ছাড়া হিটলারের ব্যবহৃত ক্যাপের ছবিসহ বেশ কিছু অপ্রকাশিত ছবি এর মধ্যে রয়েছে। সূত্র : জিনিউজ, ডেইলি মেইল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল হিটলার ও ইভা আত্মহত্যা করেন। এরপর হিটলার দম্পতির ব্যবহৃত বাংকারে প্রবেশের অনুমতি পান ভ্যান্ডিভার্ট। তাঁর ভাষ্য মতে, ছবিগুলো তোলার সময় কেবল একটি মোমবাতি ব্যবহার করেন তিনি। ছবিগুলো তোলার জন্য ৪০ মিনিট সময় পান।
ছবিগুলোতে হিটলারের ব্যবহৃত সোফা দেখা যাচ্ছে। এই সোফায় বসে নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে আত্মহত্যা করেন তিনি। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, একটি ডেস্কের ওপর ছড়ানো ছিটানো কিছু কাগজ পড়ে আছে। আত্মহত্যার পর যেখানে হিটলার ও ইভার মৃতদেহ পুড়ে গিয়েছিল, সেই জায়গারও একটি ছবি রয়েছে। এ ছাড়া হিটলারের ব্যবহৃত ক্যাপের ছবিসহ বেশ কিছু অপ্রকাশিত ছবি এর মধ্যে রয়েছে। সূত্র : জিনিউজ, ডেইলি মেইল।
No comments