আমি গুডবয় by রোমেন রায়হান
আমি তো লক্ষ্মী ছেলে, ভেরি গুডবয়
মূল কাজ পড়াশোনা, আর কিছু নয়।
মূল কাজ পড়াশোনা, আর কিছু নয়।
ব্যাগ ভরা বই পিঠে ইশকুলে যাই
মারামারি হইচইয়ে একদম নাই।
ক্লাসে বসে পড়ি, ফিরে বাড়িতেও পড়ি
কখন পড়ব কী বলে দেয় ঘড়ি।
বিকেল গড়িয়ে আসে রাত্রি নিঝুম
ঘড়ি ধরে নাওয়া খাওয়া ঘড়ি ধরে ঘুম।
খেলাধুলা করি, তবে কম্পিউটারে
খেলবার অনুমতি শুধু শনিবারে।
গল্পের বই, টিভি সবকিছু বাদ
আমাকে টানে না মাঠ, টানে না তো ছাদ।
তার পরও ভুল করে চাঁদ ডাক দিলে
থুতনি ঠেকিয়ে দিই জানালার গ্রিলে।
ডেকে লাভ নেই চাঁদ, মেঘ, ফুল, পাতা
গুডবয় চেনে শুধু বই আর খাতা।
মারামারি হইচইয়ে একদম নাই।
ক্লাসে বসে পড়ি, ফিরে বাড়িতেও পড়ি
কখন পড়ব কী বলে দেয় ঘড়ি।
বিকেল গড়িয়ে আসে রাত্রি নিঝুম
ঘড়ি ধরে নাওয়া খাওয়া ঘড়ি ধরে ঘুম।
খেলাধুলা করি, তবে কম্পিউটারে
খেলবার অনুমতি শুধু শনিবারে।
গল্পের বই, টিভি সবকিছু বাদ
আমাকে টানে না মাঠ, টানে না তো ছাদ।
তার পরও ভুল করে চাঁদ ডাক দিলে
থুতনি ঠেকিয়ে দিই জানালার গ্রিলে।
ডেকে লাভ নেই চাঁদ, মেঘ, ফুল, পাতা
গুডবয় চেনে শুধু বই আর খাতা।
No comments