চাঁদ উঠেছে চাঁদ উঠেছে
মাথার ওপর রাতে
মনের সুখে গল্প করি
চাঁদমামাটার সাথে।
ঢাকার কাছে কাকার বাড়ি
শীর্ণ নদীর ধারে
তাকিয়ে দেখি চাঁদ উঠেছে
মস্ত আকাশপারে।
দূরে মামার খামারবাড়ি
সেখানটাতেও চাঁদা
কখনো সে গোলমাল আর
কখনো সে আধা।
যেইখানে যাই সবখানে পাই
চাঁদমামা খুব ভালো,
রাতের ভুবন ভরিয়ে রাখে
ছড়িয়ে রুপোর আলো।
No comments