মিসরে ভবনধস ২৫ জন নিহত
মিসরের আলেকজান্দ্রিয়ার একটি আটতলা ভবন ধসে পড়ায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। গত বুধবার এ ঘটনা ঘটে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়ায় বুধবার সকালের দিকে ভবনটি ধসে পড়ে। কী কারণে ভবনটি ধসে পড়েছে, তা জানা জায়নি।
শহরটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর জেনারেল আবদেল মাওগুদ লুতফি জানান, কমপক্ষে ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলছে।
ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনের বেশির ভাগ বাসিন্দা ঘরেই ছিলেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। লুফতি জানান, পাঁচ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়। এতে ২৪টি ফ্ল্যাট আছে।
মিসরে ভবনধস অনেকটাই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, ভবন তৈরিতে নির্মাণমান বজায় রাখা হয় না।
এ ঘটনার এক দিন আগে গত মঙ্গলবার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন সেনাসদস্য মারা যান। দেশটির রাস্তাঘাট ও রেলপথের নিরাপত্তাব্যবস্থা নাজুক। গত নভেম্বরে রাজধানী কায়রোর দক্ষিণে মানফালুত শহরের কাছে বাস দুর্ঘটনায় ৫০ জন মারা যায়। এদের বেশির ভাগই শিশু। সূত্র : বিবিসি
ধারণা করা হচ্ছে, ঘটনার সময় ভবনের বেশির ভাগ বাসিন্দা ঘরেই ছিলেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। লুফতি জানান, পাঁচ বছর আগে ভবনটি নির্মাণ করা হয়। এতে ২৪টি ফ্ল্যাট আছে।
মিসরে ভবনধস অনেকটাই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, ভবন তৈরিতে নির্মাণমান বজায় রাখা হয় না।
এ ঘটনার এক দিন আগে গত মঙ্গলবার একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন সেনাসদস্য মারা যান। দেশটির রাস্তাঘাট ও রেলপথের নিরাপত্তাব্যবস্থা নাজুক। গত নভেম্বরে রাজধানী কায়রোর দক্ষিণে মানফালুত শহরের কাছে বাস দুর্ঘটনায় ৫০ জন মারা যায়। এদের বেশির ভাগই শিশু। সূত্র : বিবিসি
No comments