রেজ্জাককে মারধরের মামলায় তৃণমূল নেতা আরাবুল গ্রেপ্তার
পশ্চিমবঙ্গের সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও সিপিএমের বিধায়ক আবদুর রেজ্জাক মোল্লাকে মারধরের অভিযোগে দক্ষিণ চবি্বশ পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা সাবেক বিধায়ক আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ভাঙরের নিজের বাড়ি থেকে লেদার কমপ্লেঙ্ থানার পুলিশ তাঁকে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে।
ভাঙরের সাবেক বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টা, গাড়ি পোড়ানো ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও গত ৬ জানুয়ারি আবদুর রেজ্জাক মোল্লাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগে মামলা ছিল। সমপ্রতি দলের প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে তাঁর সহযোগীরাই অশ্লীল জলসা আয়োজন করে রাজ্যজুড়ে বির্তক সৃষ্টি করেছিল।
গত ৯ জানুয়ারি আরাবুলকে গ্রেপ্তারের দাবিতে আলীপুরে সিপিএমের দলীয় প্রতিবাদে হামলা হয়। অভিযোগ রয়েছে, আরাবুল ও তাঁর সঙ্গীরাই সিপিএমের মিছিলে হামলা চালায়। সিপিএমের কর্মীবাহী ১৩টি গাড়িও পুড়িয়ে দিয়েছিল তৃণমূল সমর্থকরা।
দক্ষিণ চবি্বশ পরগনার জেলা পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছে, রেজ্জাক মোল্লাকে মারধরের ঘটনায় দুটি মামলা ছাড়াও আরাবুলের বিরুদ্ধে আরো আটটি মামলা আছে।
তবে আরাবুলের গ্রেপ্তারের খবরে নতুন আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ চবি্বশ পরগনা জেলার সিপিএম নেতাদের মধ্যে। সিপিএমের সাবেক বিধায়ক সুজন চক্রবর্তীর আশঙ্কা, আরাবুলকে গ্রেপ্তারের পর এখন গণহারে সিপিএম নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হতে পারে।
ভাঙরের সাবেক বিধায়ক আরাবুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টা, গাড়ি পোড়ানো ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়াও গত ৬ জানুয়ারি আবদুর রেজ্জাক মোল্লাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগে মামলা ছিল। সমপ্রতি দলের প্রতিষ্ঠাবাষির্কীর অনুষ্ঠানে তাঁর সহযোগীরাই অশ্লীল জলসা আয়োজন করে রাজ্যজুড়ে বির্তক সৃষ্টি করেছিল।
গত ৯ জানুয়ারি আরাবুলকে গ্রেপ্তারের দাবিতে আলীপুরে সিপিএমের দলীয় প্রতিবাদে হামলা হয়। অভিযোগ রয়েছে, আরাবুল ও তাঁর সঙ্গীরাই সিপিএমের মিছিলে হামলা চালায়। সিপিএমের কর্মীবাহী ১৩টি গাড়িও পুড়িয়ে দিয়েছিল তৃণমূল সমর্থকরা।
দক্ষিণ চবি্বশ পরগনার জেলা পুলিশ সুপারের কার্যালয় জানিয়েছে, রেজ্জাক মোল্লাকে মারধরের ঘটনায় দুটি মামলা ছাড়াও আরাবুলের বিরুদ্ধে আরো আটটি মামলা আছে।
তবে আরাবুলের গ্রেপ্তারের খবরে নতুন আতঙ্ক ছড়িয়েছে দক্ষিণ চবি্বশ পরগনা জেলার সিপিএম নেতাদের মধ্যে। সিপিএমের সাবেক বিধায়ক সুজন চক্রবর্তীর আশঙ্কা, আরাবুলকে গ্রেপ্তারের পর এখন গণহারে সিপিএম নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হতে পারে।
No comments