প্রজন্ম চত্বরে দশ অগ্নিকন্যা

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগ বা প্রজন্ম চত্বর মাতিয়ে রেখেছেন ১০ নারী। আন্দোলনকারী এই ১০ নারীকে ‘অগ্নিকন্যা’ হিসেবে আখ্যায়িত করছেন এখন সকলেই।
যাদের গগনবিদারী স্লোগানই শাহবাগ আলোড়িত হচ্ছে। উদ্বুদ্ধ-অনুপ্রাণিত হচ্ছে মানুষ। আন্দোলনকারীদের কাছে তারা এখন অগ্নিকন্যা। সকলে বলছে, ১০ জনের প্রতি লাল সালাম। শাহবাগ চত্বরে উত্তেজনা ছড়ানো ১০ অগ্নিকন্যা হলেন, নওরোজ, অনিন্দা, মি উই, ফাতেমা তুজ জহুরা, লাকি আকতার, আলিস, সামিয়া রহমান, নূরজাহান আহমেদ, মুক্তা ও তানিয়া। এরা সবাই প্রগতিশীল ছাত্র সংগঠনের নেত্রী। যুক্ত আছেন ব্লগেও। কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিবাদে ও ফাঁসির দাবিতে গণআন্দোলনের প্রথম দিন মঙ্গলবার বিকেল থেকে এরাই মাঠ গরম করে রেখেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লাকি আকতার বলেন, আমরা যুদ্ধাপরাধীমুক্ত দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখানে লড়াই-সংগ্রাম করতে এসেছি। যতক্ষণ পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি এবং অন্যান্য যুদ্ধাপরাধীর ফাঁসি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আলিস বলেন, স্লোগান ভাল হলে উত্তেজনা ছড়ায়। লোকজন প্রতিবাদমুখর হয়ে ওঠেন। উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন। আমরা যে দাবি নিয়ে এখানে গত তিন দিন ধরে আন্দোলন করছি, সেটি বাংলার অধিকাংশ মানুষেরই দাবি। স্লোগান দেয়াকে বিশেষ গুণ হিসেবে উল্লেখ করে আন্দোলকারীরা বলেন, ‘তাঁরা যেভাবে স্লোগান দিচ্ছেন, তাতে করে তাঁদের অগ্নিকন্যা হিসেবে অভিহিত না করে পারা গেল না। তাঁরা আন্দোলনকারীদের উত্তাল করছেন, উদ্বেল করছেন। ওঁরা জাগরণে নতুন উত্তেজনা সৃষ্টি করেছেন। আর যে দাবি নিয়ে আমরা এখানে এসেছি, সেই দাবিতে তাঁদের কণ্ঠের স্লোগানে মানুষ উদ্বুদ্ধ হচ্ছেন। গতি পাচ্ছে আন্দোলন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিহ্নিত খুনী-ধর্ষক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডর রায় দিয়েছে। মঙ্গলবার এ রায় দেয়ার পর রায়ের বিরুদ্ধে বিকেল থেকেই শুরু হয় গণআন্দোলন। শাহবাগ মোড়ে রাস্তা অবরোধ করে তারুণ্যের এ প্রতিবাদ টানা দু’দিন পেরিয়ে বৃহস্পতিবারও অব্যাহত রয়েছে। তৃতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকেই চলছে সমাবেশ। আজ মহাসমাবেশ। এখানে ১০ নারীর স্লোগানে প্রেরণা যোগাচ্ছে মানুষকে। এদের স্লোগান এখন, ‘শহীদের রক্ত /আপোসরফা করে না, এসো ভাই এসো বোন/গড়ে তুলি আন্দোলন, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই/সকল যুদ্ধাপরাধীর ফাঁসি চাই, মুক্তিযুদ্ধের বাংলায়/ মৌলবাদের ঠাঁই নাই, রাজপথের সংগ্রামে/কথা হবে স্লোগানে, জামায়াতের রাজনীতি/আইন করে নিষিদ্ধ কর, মৌলবাদী রাজনীতি/ আইন করে নিষিদ্ধ কর।

No comments

Powered by Blogger.