মনোজগতে মুক্তিযুদ্ধের আধিপত্য না থাকলে দেশবোধের সৃষ্টি হবে কিভাবে? by মুনতাসীর মামুন
গত দু’বছর নির্দিষ্ট দিনে টেলিভিশনে দেখা যায় খুদে ছাত্রছাত্রীরা বিপুলভাবে আন্দোলন করছে। তিনটি দিন এ দৃশ্য দেখি। পঞ্চম, অষ্টম শ্রেণী ও এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন।
এবার যুক্ত হলো ১ জানুয়ারি, যেদিন সারাদেশের ছাত্রছাত্রীরা পেল নতুন বই। গত সপ্তাহে দেখলাম, বয়সী মহিলারা সব ভুলে নাচছেন প্রাথমিক স্কুল জাতীয়করণ করায়। এগুলো অতীব মনোহর দৃশ্য। এসব কিছ্ইু অভিনন্দনযোগ্য ও শিক্ষা মন্ত্রণালয়ের সাফল্য। এ সাফল্যের ভিত্তি কিছু উদ্ভাবনী শক্তির পরিচায়ক। কিছু রুটিন কাজ দক্ষতার সঙ্গে করা। গত চার বছরে শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি সাফল্য অর্জিত হয়েছে বলে ধারণা করা হয়। এর একটি কারণ, মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মাধ্যমিক স্তর পর্যন্ত তিনি যা করতে চেয়েছেন তা পেরেছেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে কোন সাফল্য নেই। ভিসিদের অপকর্মের খবর প্রায়ই পাওয়া যায়। এর দশভাগ সত্য হলেও লজ্জাকর। কারণ, ভিসির আগে তার পরিচয় একজন শিক্ষক। [বিস্তারিত চতুরঙ্গ পাতায়, পৃষ্ঠা-৫]
No comments