জাতীয় পার্টিকে শক্তিশালী করে তুলতে হবে ॥ এরশাদ
অনেক ব্যর্থতার পর দেশে স্থিতিশীলতা ফিরে এসেছে। এখন দেশের উন্নয়ন ও
সমৃদ্ধির লৰ্যে জাতীয় পার্টিকে শক্তিশালী করে তুলতে হবে। কারণ, জাতীয়
পার্টি দেশ পরিচালনায় সঠিক দিক-নির্দেশনা দিতে পারে। বলেছেন, জাতীয় পার্টির
চেয়ারম্যান ও মহাজোটের অন্যতম শরিক হুসেইন মুহম্মদ এরশাদ। রবিবার দলের
বনানী কার্যালয়ে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। তিনি
বলেন, মহাজোটে থেকে জাতীয় পার্টিকে এগিয়ে নিতে চাই। দেশে আইনের শাসন
প্রতিষ্ঠিত করতে হবে। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির
প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এইচএম গোলাম মসিহ, গোলাম
রেজা, এসএম ফয়সল চিশতী, মহাসচিব এবিএম রম্নহুল আমিন হাওলাদার ।
এদিকে রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দৰিণের যৌথসভায় প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকারকে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। থাকতে হবে নিরপেৰ। শেখ হাসিনাকে মনে রাখতে হবে_ তিনি শুধু আওয়ামী লীগের সভানেত্রী নন, মহাজোট নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা; সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী। তাই দেশের সকল কর্মকা- দলীয়ভাবে চিনত্মা না করে জাতীয়ভাবে পর্যবেৰণ করতে হবে, তবেই দেশের দুর্নীতি হ্রাস পাবে। উন্নয়ন কর্মকা- গতিশীল হবে। সভায় বক্তব্য রাখেন জহিরম্নল আলম রম্নবেল, ইসহাক ভঁূইয়া, হাজী ইসমাইল হোসেন এবং মীর আজগর আলী ।
এদিকে রবিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর দৰিণের যৌথসভায় প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সরকারকে স্বচ্ছতার প্রমাণ দিতে হবে। থাকতে হবে নিরপেৰ। শেখ হাসিনাকে মনে রাখতে হবে_ তিনি শুধু আওয়ামী লীগের সভানেত্রী নন, মহাজোট নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা; সর্বোপরি দেশের প্রধানমন্ত্রী। তাই দেশের সকল কর্মকা- দলীয়ভাবে চিনত্মা না করে জাতীয়ভাবে পর্যবেৰণ করতে হবে, তবেই দেশের দুর্নীতি হ্রাস পাবে। উন্নয়ন কর্মকা- গতিশীল হবে। সভায় বক্তব্য রাখেন জহিরম্নল আলম রম্নবেল, ইসহাক ভঁূইয়া, হাজী ইসমাইল হোসেন এবং মীর আজগর আলী ।
No comments