জাকার্তায় বন্যায় চারজনের মৃত্যু-আশ্রয়হীন ২০ হাজার
ভারি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় গতকাল বৃহস্পতিবার ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আবহাওয়া অফিসের মতে, আগামী কয়েক দিনে অবস্থার আরো অবনতি হতে পারে। গতকাল সকালে বন্যায় সর্বোচ্চ বিপদ সংকেত জারি করা হয়েছে।
বর্ষাকালে প্রতিবছরই বন্যার কবলে পড়ে জাকার্তা। তবে প্রচণ্ড বৃষ্টিপাতে এবার বন্যা তীব্র আকার ধারণ করেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ইতিমধ্যে রাজধানীর যোগাযোগব্যবস্থা অচল হয়ে গেছে। গতকাল দেশটির বেশির ভাগ সরকারি কার্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্যার কারণে বাড়িঘর ছেড়েছে প্রায় ২০ হাজার মানুষ।
বন্যায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা এনডিএমএ। সংস্থার মুখপাত্র সুতোপো পুর্ব নুগরোহ বলেন, বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো বলেন, 'আশা করছি বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা খুব বেশি নয়।' শিগগিরই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র : রয়টার্স, এএফপি।
বন্যায় চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা এনডিএমএ। সংস্থার মুখপাত্র সুতোপো পুর্ব নুগরোহ বলেন, বৃষ্টিপাতের কারণে আগামী কয়েক দিনে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।
প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো বলেন, 'আশা করছি বন্যায় ক্ষতিগ্রস্তের সংখ্যা খুব বেশি নয়।' শিগগিরই ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। সূত্র : রয়টার্স, এএফপি।
No comments