তেঁতুলিয়া সীমানত্মে বিএসএফের গুলিতে বাংলাদেশী হত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমানত্মে শনিবার সকালে বিএসএফের গুলিতে ফরিদ (২৮) নামের এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। তার বাড়ি তেঁতুলিয়া সদরের সারিয়ালজোত গ্রামে।
সংশি-ষ্ট সূত্রে জানা গেছে, ফরিদ, জহিরসহ ৮/১০ জনের একটি দল সীমানত্ম এলাকায় জমিতে কাজ করছিল। পরে পরিবারের লোকজন জানতে পারে বিএসএফের গুলিতে ফরিদ মারা গেছে। সীমানত্মের লোকজন জানান, ওই সীমানত্মের বিপরীতে ভারতের হাফতিয়াগছ বিওপির বিএসএফ সদস্যরা ফরিদদের ল্য করে ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ফরিদ নিহত হয়। অন্যরা পালিয়ে আত্মরা করে। পরে বিএসএফ সদস্য নিহত ফরিদের লাশ ভারতের অভ্যনত্মরে নিয়ে যায়। বর্তমানে ময়নাতদনত্মের জন্য ফরিদের লাশ বিএসএফের হাফতিয়াগছ ক্যাম্পে আছে বলে সীমানত্মের লোকজন জানিয়েছে। বিডিআরের তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার নিপেনচন্দ্র দাস বলেন, একজন বাংলাদেশী নিহত হওয়ার খবর আমরা শুনেছি। কিন্তু তার পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি। বিএসএফ-এর সঙ্গে চিঠি চালাচালি চলছে।

No comments

Powered by Blogger.