টিএ্যান্ডটির বিল দেননি সরকারদলীয় হুইপ, আদালতে হাজির হওয়ার নির্দেশ

সরকারদলীয় হুইপ আসম ফিরোজ এমপিকে টিএ্যান্ডটির একটি মামলায় আগামী ১১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, ১৯৯১ সালের মে থেকে ১৯৯৫ সালের আগস্ট পর্যন্ত জাতীয় সংসদের এমপি থাকাকালীন হুইপ আসম ফিরোজের কাছে টিএ্যান্ডটির ৩ লাখ ৩৭ হাজার ৭শ’ ৩৮ টাকা বকেয়া ছিল।


এর মধ্যে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে বকেয়া টাকার মধ্যে সোয়া লাখ টাকা দুই কিস্তিতে পরিশোধ করেন তিনি। বাকি ২ লাখ ১২ হাজার ৭৩৮ টাকা পাওনা পরিশোধের জন্য টিএ্যান্ডটি থেকে সর্বশেষ ২০০৬ সালের ২১ নবেম্বর নোটিশ দেয়া হয় তাকে। এই নোটিশেরও কোন জবাব কিংবা টাকা না দেয়ায় ওই বছরই মামলাটি দায়ের করে টিএ্যান্ডটি। এ মামলাটি বর্তমানে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশিদের আদালতে বিচারাধীন রয়েছে। সংশ্লিষ্ট আদালতের একটি সূত্রে জানা গেছে, সমন জারির এক পর্যায়ে আদালতে হাজির হয়ে কিস্তিতে বকেয়া টাকা পরিশোধের সুযোগ প্রার্থনা করেন হুইপ ফিরোজ। আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে প্রতি মাসে ৫ হাজার টাকা করে প্রদানের মাধ্যমে সমুদয় পাওনা পরিশোধের অনুমতি দেয় আদালত। প্রায় ৫ বছর আগে দেয়া হয় ওই সুযোগে। সেই হিসাবে ইতোমধ্যে সমুদয় পাওনা পরিশোধ হয়ে যাওয়ার কথা থাকলেও তিনি তা জমা দেননি। তাই পুনরায় তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়। কয়েকদিন আগে তাঁর নির্বাচনী এলাকা বাউফল থানা পুলিশের কাছে এসে পৌঁছানো এই সংক্রান্ত নোটিশ। আগামী ১১ অক্টোবর আদালতে হাজির হতে বলা হয়েছে তাঁকে। এদিকে মাত্র ২ লাখ টাকার বকেয়া টেলিফোন বিলের জন্য হুইপ ফিরোজের বিরুদ্ধে মামলায় তাঁকে আদালতে হাজির হতে সমন দেয়ার বিষয়টি প্রকাশ হয়ে গেলে এলাকার মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মাত্র এই কটা টাকা তিনি কেন পরিশোধ করেননি সেই আলোচন চলছে এবং সেখানকার বিভিন্ন মহলে। এ ছাড়াও হুইপ ফিরোজের কাছে সরকারের খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

No comments

Powered by Blogger.