হান্টা ভাইরাসের ঝুঁকিতে ২ লাখ ৩০ হাজার লোক

দুই লাখ ৩০ হাজার লোক প্রাণঘাতী হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্ক কর্তৃপক্ষ। ইঁদুর ও কাঠবিড়ালি জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন মারা যাওয়ার পর এ সতর্কতা জারি করা হলো।


পার্কটি গত বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, 'পার্কে আসা দর্শনার্থীদের মধ্যে হান্টা ভাইরাস সম্পর্কে সচেতনতা তৈরি করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। জুনের প্রথম দিকে যারা এ পার্কে এসেছিল এবং যারা এখানে রাতে অবস্থান করেছিল এমন দুই লাখ ৩০ হাজারের বেশি দর্শনার্থীকে প্রাণঘাতী এ ভাইরাস সম্পর্কে সতর্ক করে দেওয়া হচ্ছে।' এ পর্যন্ত হান্টা ভাইরাসে ৯ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হয়েছে। বাকি তিনজন মারা গেছে। মানবদেহে হান্টা ভাইরাসের উপসর্গ দুই সপ্তাহের মধ্যে দেখা দেয়। এ ভাইরাসে আক্রান্ত হলে মাথাব্যথা, জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, মাংসপেশি ব্যথা ও হজমে সমস্যার মতো লক্ষণ দেখা দেয়। খুব দ্রুত ফুসফুসে আক্রান্ত হয় এবং সংক্রমিত ব্যক্তিকে মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়।
এখন পর্যন্ত এই ভাইরাসের কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। সূত্র : বিবিসি।

No comments

Powered by Blogger.