বাহরাইনে সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধন
বাহরাইনের উপপ্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন মোবারক আল খলিফা গত রোববার দেশটিতে ‘সোশ্যাল বিজনেস উইক বাহরাইন’ শীর্ষক সামাজিক ব্যবসা সপ্তাহের উদ্বোধন করেছেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোশ্যাল বিজনেস উইক বাহরাইনের আয়োজন করে ফ্যামিলি ব্যাংক অব বাহরাইন। তিন বছর আগে মুহাম্মদ ইউনূসের উদ্যোগ ও সহায়তায় একটি ক্ষুদ্রঋণের ব্যাংক হিসেবে ফ্যামিলি ব্যাংক অব বাহরাইন প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে বাহরাইন সফরকালে তিনি দেশটির আমিরের কাছে ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব দেন। বিজনেস উইকের প্রধান সমন্বয়কারী গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব অব জার্মানি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাহরাইনের সামাজিক উন্নয়নমন্ত্রী ফাতিমা মোহাম্মদ আল বালুশি। বাহরাইন ও (এমইএনএ) মিনা অঞ্চলে সামাজিক ব্যবসার সম্ভাবনা-সম্পর্কিত ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী পর্বে দুজন উপপ্রধানমন্ত্রী, কয়েকজন মন্ত্রী ও দেশটির অন্য শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
No comments