কথোপকথন- ক্যানসারে আক্রান্ত একজনের সাহায্যার্থে অনুষ্ঠানটি করছি

আজ ‘পুনরাবৃত্তি’ নামে একটি একক আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেবেন মাহিদুল ইসলাম। শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে অনুষ্ঠানটি।
আজকের কথোপকথন তাঁর সঙ্গে। টিকিটে দেখলাম, আজকের একক আবৃত্তি অনুষ্ঠানটির সঙ্গে মানবিক সাহায্যের একটি ব্যাপার যুক্ত রয়েছে...
হ্যাঁ। ক্যানসারে আক্রান্ত একজনের সাহায্যার্থে অনুষ্ঠানটি করছি। ৪৮ বছর বয়স্ক এই নারী আমাদের কারও বোন, আমাদেরই কারও মা। তাঁকে সহযোগিতা করতেই এ আয়োজন।
কোন কোন কবির কবিতা আবৃত্তি করছেন অনুষ্ঠানে?
রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, মোহাম্মদ রফিক, তারিক সুজাতসহ অনেকের কবিতা। ৫০টি কবিতা আবৃত্তি করব অনুষ্ঠানে। এ কবিতাগুলো আগে থেকেই জনপ্রিয়।
কাদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন?
স্বরচিত্র ও আবৃত্তিমেলা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করেছে।
আবৃত্তির ওপর আপনার তো বেশ কটি ক্যাসেটও বেরিয়েছে...
শুধু আবৃত্তির ওপর ৩০টি ক্যাসেট বেরিয়েছে আবৃত্তিমেলা থেকে। এর মধ্যে বেশির ভাগই একক আবৃত্তি। তবে আবৃত্তিমেলার কিন্তু প্রায় ৮০টি আবৃত্তির ক্যাসেট রয়েছে। নতুন যারা আবৃত্তি শিখতে চায় তাদের জন্য ক্যাসেটগুলো অনেক কাজে দেবে।
আজকের অনুষ্ঠানটি ভালো হোক, এই আমাদের কামনা।
আমিও চাই দর্শক-শ্রোতা আজকের অনুষ্ঠানে আসুক। একজন অসহায় নারীর প্রতি যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তার চেয়ে ভালো কাজ আর কী হতে পারে!

No comments

Powered by Blogger.