হিজবুল্লাহ নেতার নিরাপত্তায় ছিলেন মোসাদ এজেন্ট
হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোসাদ এজেন্ট। কয়েক সপ্তাহ আগে বেশ কয়েকজন সিনিয়র সদস্যসহ এ ডাবল এজেন্টকে আটক করা হয় বলে মঙ্গলবার সংবাদ প্রকাশ করে লেবাননের সংবাদ মাধ্যম এলনাশরা। হিজবুল্লাহর উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে জানানো হয়, হাসান নাসরুল্লাহর নিরাপত্তার দায়িত্বে থাকা উচ্চ পর্যায়ের এ সদস্য ডাবল এজেন্ট ছিলেন। প্রতিবেদনে তার পরিচয় গোপন রেখে নামের প্রথম অক্ষর ‘এম’ প্রকাশ করা হয়। তারা জানায়, ‘এম’ একসময় ব্যবসায়ি ছিলেন। পেশাগত কারণ দেখিয়ে ঘন ঘন বিদেশ ভ্রমণ করতেন। লেবাননে ফেরার পর এক ইসরাইলির সাথে বৈঠকের সময় তাকে আটক করা হয়। ‘এম’কে আট বছর আগে মোসাদে নিয়োগ দেয়া হয়েছিলো বলে প্রতিবেদনে প্রকাশ করা হয়। তিনি অবৈধভাবে ইসরাইলকে গোপন তথ্য সরবরাহ করতেন। ২০০৯ সালের গুপ্তহত্যা এবং ২০১৩ সালে হাসান আল লাকি হত্যার সাথেও তার যোগসাজস পাওয়া গেছে। এ ছাড়া এ বছর পেরুতে হিজবুল্লাহ নেতা মোহাম্মদ আমাদার এবং গত বছর সাইপ্রাসে ইয়াকুবকের গ্রেফতারের পেছনেও তার হাত রয়েছে বলে দাবি করা হয়। পাশাপাশি ধারণা করা হয় ব্যাংককে ইউসেফ আয়াদকে আটকের পেছনেও তার ষড়যন্ত্র রয়েছে।
No comments