মঙ্গলে প্রাণের অস্তিত্ব!
মঙ্গল
গ্রহের মাটিতে গর্ত খুঁড়ে এতে প্রাণের অস্তিত্বের প্রমাণ পেয়েছে রোবট যান
কিউরিওসিটি। লাল মাটি থেকে রহস্যময় মিথেন নির্গত হতে দেখে কিউরিওসিটি।
বিজ্ঞানীরা ধারণা করছেন, ভিনগ্রহের কোনো জীবাণু থেকেই তৈরি হচ্ছে এ মিথেন।
২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকে এর মাটিতে অণুজীব খুঁজে আসছে কিউরিওসিটি।
রোবট যানের আবিষ্কার করা মিথেন সম্পর্কে বিজ্ঞানীরা প্রকৃত ব্যাখ্যা দিতে
না পারলেও দাবি করছেন, ক্ষুদ্র ব্যাকটেরিয়াসদৃশ জীবন্ত অণুজীবই এর কারণ।
তারা বলেন, যদি জীবন্ত কোনো অণুজীব থেকে এ গ্যাস তৈরি হয়, তবে তা ইতিহাসের
গুরুত্বপূর্ণ একটি আবিষ্কার হিসেবে বিবেচিত হবে। কারণ পৃথিবীতে ৯৫ শতাংশ
মিথেন গ্যাস তৈরি হয় ক্ষুদ্র অণুজীব থেকে। তবে অজৈবিক প্রক্রিয়াতেও এ ধরনের
গ্যাস তৈরি হতে পারে।
নাসার গবেষকরা বলেন, এখন জীবনের অস্তিত্ব খুঁজে বের করতে বারবার পরীক্ষা করে দেখতে হবে। ২০২০ সাল পর্যন্ত পরীক্ষা চালিয়ে যেতে হবে কিউরিওসিটিকে। ২০২০ সালে মিথেনের উৎস খুঁজে বের করতে মঙ্গলের মাটিতে মনুষ্যবিহীন মিশন পরিচালিত হবে। ওয়েবসাইট।
নাসার গবেষকরা বলেন, এখন জীবনের অস্তিত্ব খুঁজে বের করতে বারবার পরীক্ষা করে দেখতে হবে। ২০২০ সাল পর্যন্ত পরীক্ষা চালিয়ে যেতে হবে কিউরিওসিটিকে। ২০২০ সালে মিথেনের উৎস খুঁজে বের করতে মঙ্গলের মাটিতে মনুষ্যবিহীন মিশন পরিচালিত হবে। ওয়েবসাইট।
No comments