ছোট খবর

রামাল্লা
জাতিসংঘে ফিলিস্তিন
আগামী দুই বছরের মধ্যে ইসরাইলি দখলদারিত্ব অবসানের দাবি জানিয়ে স্বাধীন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘে বুধবার একটি খসড়া প্রস্তাব আনছে ফিলিস্তিন। এই প্রস্তাবের বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আরব-সমর্থিত একটি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জমা দেয়া হচ্ছে। এ খসড়া প্রস্তাবে ইসরাইলের দখলদারিত্ব প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে ২০১৬ সালের নভেম্বর পর্যন্ত। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হওয়ায় নিরাপত্তা পরিষদের সদস্য জর্ডান ফিলিস্তিনের পক্ষে এই খসড়া প্রস্তাব উত্থাপন করবে।
ওয়াশিংটন
আবারও বুশ পরিবার?
যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশ। ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সামরিক হামলার অনুমতি দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছিলেন তিনি। এক মেয়াদে ক্ষমতায় থাকার পর ১৯৯৩ সালে বিদায় নেন তিনি। কিন্তু ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফেরে ওই বুশ পরিবার। সিনিয়র বুশের বড় ছেলে জর্জ ওয়াকার বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন ওই সময়। তার যুদ্ধাংদেহী মনোভাবের কারণে বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। বিবিসি
বাগদাদ
১৫০ নারীকে হত্যা
বিয়ে করতে রাজি না হওয়ায় ইরাকের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আনবারে দেড়শ নারীকে হত্যা করেছে ইসলামিক স্টেট জঙ্গিরা। ইরাকের মানবাধিকার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হত্যার পরিপ্রেক্ষিতে আনবার প্রদেশের আল-ওয়াফা শহর থেকে অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। এতে আরও বলা হয়েছে, জঙ্গিদের হাত থেকে জীবন রক্ষার প্রচেষ্টায় অনেক পরিবার মরুভূমিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। প্রেসটিভি
বেইজিং
দরজা খুলে বিমান ভ্রমণ!
জানালার ধারে বসে হাওয়া খেতে খেতে ট্রেন বা বাস ভ্রমণ করতে বেশ লাগে। তাই বলে বিমানের দরজা খুলে আকাশে উড়া! বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও চীনের এক নাগরিক কার্যত এটাই করেছে। চীনের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বিমানে এ ঘটনা ঘটেছে। এক যাত্রীর ইচ্ছা হল বিমানের দরজা খুলে সে যাত্রা করবে। জিয়ামিন এয়ার ফ্লাইটের একটি বিমান চীনের ঝিঝাং প্রদেশে হ্যাংগো থেকে চেংডু যাচ্ছিল। সিনহুয়া

No comments

Powered by Blogger.