‘ইট মারলে পাটকেল খেতে হয়’ -মির্জা ফখরুল
প্রধানমন্ত্রীর
উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,
আওয়ামী লীগ নেতারা যখন মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের
উপসেনাপতি একে খন্দকারকে ‘রাজাকার’ বলেন, তখন হুঁশ থাকে না। আজ তারেক রহমান
ইতিহাস থেকে সত্য তুলে এনেছেন। তাতেই আপনাদের গায়ে জ্বালা ধরেছে। মনে
রাখবেন, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আজ সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব
ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও
সর্বদলীয় ছাত্রঐক্য ফোরাম আয়োজিত ছাত্র কনভেনশনে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, মহান বিজয় দিবস উপলক্ষে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে
‘রাজাকার ও পাকবন্ধু বলে আখ্যায়িত করেছিলেন। এর জবাবে বুধবার এক অনুষ্ঠানে
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক রহমানকে জিহ্বা
সামলে কথা বলার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন,
আওয়ামী লীগের সভানেত্রী যে ভাষায় কথা বলেন, তা মুখে আনতেও আমাদের রুচিতে
বাধে। আপনারা অন্যকে ভাষা শিখতে বলেন। অন্যের রসনা সংযত করতে বলেন, তার আগে
নিজেদের রসনা সংযত করেন। নব্বইয়ের গণঅভুথ্যানের সাবেক ছাত্রনেতা আমান
উল্লাহ আমানের সভাপতিত্বে কনভেনশনে সাবেক ছাত্রনেতা গোলাম কাদির কামাল,
শামসুজ্জামান সামু, ইফতেখার হোসেন, বিলকিস জাহান শিরিন, ফরহাদ ইকবাল,
সাবেরুল হক সাবু, নেওয়াজ হালিম আরলিসহ বিভিন্ন জেলা থেকে আগত সাবেক
ছাত্রনেতারা বক্তব্য রাখেন। উল্লেখ্য, বিকালে ছাত্র কনভেনশনে বিএনপি
চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
No comments