নাইজেরিয়ায় ৫৪ সেনার মৃত্যুদণ্ড
নাইজেরিয়ার
একটি সামরিক আদালত বিদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির ৫৪ সেনাকে
মৃত্যুদন্ড দিয়েছে। বেকসুর খালাস দেয়া হয়েছে ৫ সেনা সদস্যকে। কট্টরপন্থী
সংগঠন বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের নির্দেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে
সর্বোচ্চ শাস্তির রায় দিয়েছে আদালত। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। বোকো
হারামের দখলে থাকা ৩টি শহরতলিতে সরকারের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায়
সেনাবাহিনীকে সহযোগিতার নির্দেশ দেয়া হয়েছিল মৃত্যুদ-প্রাপ্ত সেনা
সদস্যদের। গত আগস্ট মাসে ওই শহরতলিগুলোতে দখল প্রতিষ্ঠা করে কট্টরপন্থী
সংগঠনটি। দন্ডপ্রাপ্ত সেনাদের পক্ষের এক আইনজীবী জানান, ফায়ারিং স্কোয়াডে
দাঁড় করিয়ে গুলি করে ওই ৫৪ সেনার মৃত্যুদন্ডের রায় নিশ্চিত করা হবে। এদিকে
সেনা সদস্যদের অভিযোগ, বোকো হারামের বিরুদ্ধে লড়াইয়ের জন্য তাদের পর্যাপ্ত
অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করা হচ্ছে না। গত অক্টোবর মাসে লোকচক্ষুর
অন্তরালে সামরিক আদালতে নির্দেশ অমান্য করা সেনাদের বিচার প্রক্রিয়া শুরু
হয়েছিল। এদিকে এ রায়ের ব্যাপারে সেনা কর্মকর্তাদের কাছ থেকে প্রাথমিকভাবে
কোন মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বিদ্রোহের অভিযোগে দোষী সাব্যস্ত সেনারা
তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। সিনিয়র কর্মকর্তারা
মৃত্যুদন্ডের রায়ের ব্যাপারে তাদের অনুমোদন দিলে তবেই তা কার্যকর হবে বলে
জানা গেছে। ২০০৯ সাল থেকে নাইজেরিয়ায় বোকো হারাম সক্রিয় ভূমিকায় রয়েছে এবং
একের পর এক হামলা চালিয়ে ও গুরুত্বপূর্ণ অঞ্চলসমূহে দখল প্রতিষ্ঠা করছে।
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ইসলামী রাষ্ট্র কায়েমের চেষ্টা চালাচ্ছে
সংগঠনটি। এ বছর এখন পর্যন্ত বোকো হারামের হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত
হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ।
No comments