বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপের জন্য দায়ী মমতা
বাংলাদেশের
সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য দায়ী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। এমন মন্তব্য করেছেন বিজেপি’র জাতীয় মুখপাত্র ও
বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর। বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত
বৃহৎ বঙ্গ সাংস্কৃতিক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন
তিনি। এ সময় অভিযোগ করেন, তিস্তা চুক্তিতে অনুমোদন না দিয়ে এবং বর্ধমান
বিস্ফোরণ কাণ্ডকে ষড়যন্ত্র বলে অভিযোগ করে কার্যত পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে নষ্ট
করার চেষ্টা করছেন। তিনি বলেন, মমতার জন্যই ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্ক
নষ্ট হয়েছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দু’বার ভারতের
প্রধানমন্ত্রীর বৈঠকের পর সম্পর্কের অনেকটাই উন্নতি হয়েছে। তিস্তা চুক্তি
স্বাক্ষরিত হতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করে আকবর বলেন, এতদিন ধরে এ
চুক্তিকে আটকে রাখা হয়েছে শুধু মমতার কারণে। এর ফলে শুধু যে পশ্চিমবঙ্গের
সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে তা-ই নয়, ভারত ও বাংলাদেশের মধ্যে
সম্পর্কের যথেষ্ট টানাপড়েন তৈরি হয়েছে। বিজেপি’র মুখপাত্র এদিন মমতাকে
পরামর্শ দিয়ে বলেন, বিজেপি’র বিরুদ্ধে লাগাতার অভিযোগ না জানিয়ে তিনি বরং
জঙ্গি দমনে নজর দিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী স্পষ্টই
জানিয়েছেন, ভারতের মাটি কোন অবস্থাতেই বাংলাদেশের বিরুদ্ধে জঙ্গিদের
ব্যবহার করতে দেয়া হবে না। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদ ও জঙ্গি মোকাবিলায় একজোট
হয়ে কাজ করার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। মমতার তোলা বিজেপি’র ষড়যন্ত্র অভিযোগ
সম্পর্কে আকবর প্রশ্ন তোলেন, তার দলের লোকরাই তো বলছেন, সারদার অর্থে তিনিই
সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন। এর পরই তিনি বিজেপি’র বিরুদ্ধে অভিযোগ তুলছেন
কি করে? আর বর্ধমান বিস্ফোরণেও বোমা রেখেছিল বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ
করেছেন তা নিয়ে আকবর বিস্ময় প্রকাশ করে বলেন, সেটা কি করে সম্ভব?
No comments