দুশ্চিন্তার নাম ‘ফিফা ভাইরাস’

অসুখটার নাম ‘ফিফা ভাইরাস’! রোগের কারণ: ফিফার ম্যাচের জন্য বিরতি। রোগের ফলাফল: ছন্দ হারিয়ে ফেলায় ম্যাচে পয়েন্ট হারানো। বার্সেলোনার রোগটা পুরোনো। বার্সার জন্য আজ তাই প্রতিপক্ষ রেসিং সান্তান্দার নয়, এই ফিফা ভাইরাসই।
বিশ্বকাপ ও ইউরো বাছাইপর্বের কারণে স্প্যানিশ লিগে মাঝখানে ছিল ১২ দিনের বিরতি। বিরতি শেষে আজই আবার শুরু হয়ে যাচ্ছে লিগ। পেপ গার্দিওলার কপালে চিন্তার ভাঁজ। বুধবার ইউরো বাছাইপর্বে স্পেনের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন জাভি হার্নান্দেজ। আজ তাঁকে বিশ্রামে রাখার কথা। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন হাভিয়ের মাচেরানো। তাঁকে নিয়েও আছে অনিশ্চয়তা। চোটের কারণে আগে থেকেই নেই সেস ফ্যাব্রিগাস, ইব্রাহিম আফেলাই ও অ্যালেক্সিস সানচেজ। তবে একটা সুখবর, আজ মাঠে ফিরছেন আন্দ্রেস ইনিয়েস্তা।
মৌসুমের শুরুতে এত এত ম্যাচের ভিড়ে ফিটনেস ধরে রাখা যে কত মুশকিল সে কথাই বলছিলেন পেদ্রো, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক এতগুলো ম্যাচ, দীর্ঘ ভ্রমণের পর নিজেকে তরতাজা রাখা মুশকিল। তবে আমাদের ফর্ম খুব ভালো আছে। রেসিংয়ের বিপক্ষে মাঠে নামার আগে আমরা নিজেদের শতভাগ ফিরে পাওয়ার ব্যাপারেও আত্মবিশ্বাসী।’
৬ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। তবে একদমই স্বস্তিতে নেই। লেভান্তের পয়েন্টও ১৪। ১৩ পয়েন্ট নিয়ে এর পরই আছে রিয়াল, মালাগা, ভ্যালেন্সিয়া। আজ বার্সার প্রতিপক্ষ রেসিংয়ের অবস্থান ১২-তে। কিন্তু এই রেসিংই রিয়াল মাদ্রিদকে আটকে দিয়েছিল গোলশূন্য ড্র করে। তবে তাদের আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার বলছেন, ‘আমার মতটা একদমই পরিষ্কার—বার্সা যেভাবে খেলছে সেটা আমি এই দুনিয়ায় আসার পর থেকে আর কারও মধ্যে দেখিনি। তারাই শ্রেষ্ঠ। বাকিদের তুলনায় পরিষ্কার ব্যবধানে তারা এগিয়ে।’
আজ মাঠে নামছে রিয়ালও। বার্সার মতো তাদেরও পুরো দলকে আবার জাতীয় দলের ভাবনা থেকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ তাদের জন্য আজ রিয়াল বেটিসও। এমনিতে শক্তি তাদের যা-ই হোক, এই মৌসুমে ছয় ম্যাচের চারটিই কিন্তু জিতেছে বেটিস! এমনিতে রিয়ালের মাঠে তাদের রেকর্ড ভালো নয়। তবে বেটিস কোচ পেপে মেল বলছেন অন্য কথা, ‘আমাকে বলতে হবে, বিশ্বাস করতে হবে, আমরা বার্নাব্যুতে গিয়ে জিততে পারি। আমাকে যদি ম্যাচের ৮৫তম মিনিটেও প্রশ্নটা করা হয়, বলব, আমরাই জিতব। এমনকি আমরা যদি ৫-০-তে পিছিয়েও থাকি, তখনো বলব, আমাদের জন্য কাজটা কঠিন। তবে দেখা যাক কী হয়।’
রিয়ালের অবশ্য বার্সার মতো ইনজুরি-দুশ্চিন্তা নেই। দুই পর্তুগিজ পেপে আর ফ্যাবিও কোয়েন্ত্রাও আজ ফিরছেন। পেশিতে হালকা চোট ক্রিস্টিয়ানো রোনালদোকে ভোগাচ্ছিল। কিন্তু বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করতে দেখা গেছে তাঁকেও।

No comments

Powered by Blogger.