শ্রীলঙ্কা থেকে জরুরি আইন প্রত্যাহারের ঘোষণা
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে সে দেশ থেকে জরুরি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। ২৮ বছর আগে সশস্ত্র তামিল বিচ্ছিন্নতাবাদীদের মোকাবিলায় ওই জরুরি আইন জারি করা হয়েছিল। ওই আইনের বলে নিরাপত্তা বাহিনী তামিল বিচ্ছিন্নতাবাদী সন্দেহে যে কাউকে গ্রেপ্তার ও আটক করতে পারত।
রাজাপক্ষে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমি সন্তুষ্ট যে দেশে আর জরুরি আইন বলবৎ রাখার কোনো প্রয়োজন নেই। শিগগিরই এই জরুরি আইন প্রত্যাহার করা হবে।’
শ্রীলঙ্কার বিরোধী দলের নেতা রনিল বিক্রমাসিংহে জরুরি আইন প্রত্যাহারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘তবে এই ঘোষণা অনেক দেরি করে এসেছে। ২০০৯ সালের মে মাসে তামিল গেরিলাদের চূড়ান্ত পরাজয় হয়। এক বছর ধরে আমরা সরকারকে জরুরি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম।’
রাজাপক্ষে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমি সন্তুষ্ট যে দেশে আর জরুরি আইন বলবৎ রাখার কোনো প্রয়োজন নেই। শিগগিরই এই জরুরি আইন প্রত্যাহার করা হবে।’
শ্রীলঙ্কার বিরোধী দলের নেতা রনিল বিক্রমাসিংহে জরুরি আইন প্রত্যাহারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘তবে এই ঘোষণা অনেক দেরি করে এসেছে। ২০০৯ সালের মে মাসে তামিল গেরিলাদের চূড়ান্ত পরাজয় হয়। এক বছর ধরে আমরা সরকারকে জরুরি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলাম।’
No comments