ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে গুলি, ১২ জন নিহত
ইয়েমেনের রাজধানী সানায় গতকাল শনিবার সরকারবিরোধী বিক্ষোভকালে পুলিশের গুলিতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক। হাসপাতাল সূত্র এ কথা জানায়। প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে গতকাল কয়েক হাজার বিক্ষোভকারী মিছিল করে শহরের কেন্দ্রস্থলের দিকে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী হামলা চালায়।সালেহর পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা ৯ মাস ধরে বিক্ষোভ করছে। তারা রাজধানীর চেঞ্জ স্কয়ারে আন্দোলনের শুরু থেকেই ঘাঁটি গেড়ে আছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল হাজার হাজার বিক্ষোভকারী মিছিল নিয়ে রাজধানীর কেন্দ্রস্থলসহ বিভিন্ন অংশে যাওয়ার চেষ্টার সময় সালেহর অনুগত রিপাবলিকান গার্ড ফোর্স বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়। তারা বিক্ষোভকারীদের দমাতে কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে।
নিরাপত্তার কারণে আল-জাজিরার নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, 'হাজার হাজার বিক্ষোভকারী চেঞ্জ স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাজধানীর কেন্দ্রস্থল এবং উত্তরাংশে যাওয়ার কথা ছিল তাদের। হঠাৎ করেই সরকার সমর্থিত নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্র ও মেশিনগান নিয়ে তাদের ওপর হামলা চালায়।' হতাহত লোকের সংখ্যা আরো বাড়তে বলে তিনি জানান।
চেঞ্জ স্কয়ারের পার্শ্ববর্তী হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৯০ জনের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক মোহাম্মাদ আল-কাবাতি। বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের হাসপাতালে বেশ কিছু আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনই গুলিবিদ্ধ। সালেহ গত ৮ অক্টোবর 'কয়েক দিনের' মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও তা নিয়ে সংশয় প্রকাশ করে বিক্ষোভকারীরা।
বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত
ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার আরব উপত্যকার (একিউএপি) মিডিয়াপ্রধান ইব্রাহিম আল বান্নাসহ সাত জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এ কথা জানায়। দেশটির দক্ষিণাঞ্চলীয় সাবওয়া প্রদেশে গত শুক্রবার এক বিমান হামলায় ছয় সহযোগীসহ বান্না নিহত হন। নিহতদের মধ্যে আনোয়ার আল-আওলাকির ছেলে আছে বলে জানা গেছে।
মিসরীয় বংশোদ্ভূত বান্না মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলা, নাকি ইয়েমেনের বিমান হামলায় মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ইয়েমেনের দাবি, তারাই বিমান হামলা চালিয়ে বান্নাকে হত্যা করেছে। তবে এ প্রসঙ্গে আল-কায়েদা এখন পর্যন্ত কিছু জানায়নি। গত মাসে ইয়েমেনে ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকি নিহত হন। সূত্র : বিবিসি, আল-জাজিরা, এএফপি।
নিরাপত্তার কারণে আল-জাজিরার নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, 'হাজার হাজার বিক্ষোভকারী চেঞ্জ স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। রাজধানীর কেন্দ্রস্থল এবং উত্তরাংশে যাওয়ার কথা ছিল তাদের। হঠাৎ করেই সরকার সমর্থিত নিরাপত্তা বাহিনী ভারী অস্ত্র ও মেশিনগান নিয়ে তাদের ওপর হামলা চালায়।' হতাহত লোকের সংখ্যা আরো বাড়তে বলে তিনি জানান।
চেঞ্জ স্কয়ারের পার্শ্ববর্তী হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ৯০ জনের মধ্যে ৩০ জন গুলিবিদ্ধ। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক মোহাম্মাদ আল-কাবাতি। বেসরকারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের হাসপাতালে বেশ কিছু আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনই গুলিবিদ্ধ। সালেহ গত ৮ অক্টোবর 'কয়েক দিনের' মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেও তা নিয়ে সংশয় প্রকাশ করে বিক্ষোভকারীরা।
বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত
ইয়েমেনে বিমান হামলায় আল-কায়েদার আরব উপত্যকার (একিউএপি) মিডিয়াপ্রধান ইব্রাহিম আল বান্নাসহ সাত জঙ্গি নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল এ কথা জানায়। দেশটির দক্ষিণাঞ্চলীয় সাবওয়া প্রদেশে গত শুক্রবার এক বিমান হামলায় ছয় সহযোগীসহ বান্না নিহত হন। নিহতদের মধ্যে আনোয়ার আল-আওলাকির ছেলে আছে বলে জানা গেছে।
মিসরীয় বংশোদ্ভূত বান্না মার্কিন ড্রোন (চালকবিহীন বিমান) হামলা, নাকি ইয়েমেনের বিমান হামলায় মারা গেছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে ইয়েমেনের দাবি, তারাই বিমান হামলা চালিয়ে বান্নাকে হত্যা করেছে। তবে এ প্রসঙ্গে আল-কায়েদা এখন পর্যন্ত কিছু জানায়নি। গত মাসে ইয়েমেনে ড্রোন হামলায় আল-কায়েদা নেতা আনোয়ার আল-আওলাকি নিহত হন। সূত্র : বিবিসি, আল-জাজিরা, এএফপি।
No comments