বিগত সরকারের তুলনায় এখন বিদ্যুৎ পরিস্থিতি ভালো

বিগত সরকারগুলোর শাসনামলের তুলনায় বর্তমানে বিদ্যুৎ পরিস্থিতি ভালো। গতকাল শনিবার রাজধানীতে পাক্ষিক ম্যাগাজিন একপক্ষ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বিদ্যুৎ পরিস্থিতি বিশ্লেষণ করে বক্তারা এ মন্তব্য করেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন বলেন, বিগত সরকারের আমল থেকে বর্তমানে বেশি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। 'বর্তমানে বিদ্যুতের চাহিদা সাত হাজার মেগাওয়াট। আর উৎপাদন হচ্ছে গড়ে পাঁচ হাজার মেগাওয়াট। বিদ্যুতের জন্য সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে তা যদি সফল হয়, তাহলে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে দেশে আর লোডশেডিং থাকবে না।'


গতকাল সকাল ১০টায় ধানমণ্ডির বেঙ্গল গ্যালারিতে 'বিদ্যুৎ : প্রতিশ্রুতি, উৎপাদন, ঘাটতি এবং ভবিষ্যৎ' শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে পাক্ষিক ম্যাগাজিন একপক্ষ। বৈঠকে সঞ্চালনা করেন একপক্ষ সম্পাদক মাসুদা ভাট্টি। বক্তব্য দেন রাজনীতিক মাহমুদুর রহমান মান্না, পিডিবির প্রধান প্রকৌশলী মোস্তাক আহমেদ, কলামিস্ট ও নিরাপত্তা বিশ্লেষক মেজর (অব.) জিল্লুর রহমান, এনার্জি প্যাকের পরিচালক রেজওয়ানুল কবীর, পাগলা ৫০ মেগাওয়াট কুইক রেন্টাল প্রজেক্টের প্রধান লে. কর্নেল রেজওয়ানুল হক, এরিকসন বাংলাদেশের পরিচালক মাসুদুর রহমান, জ্বালানিবিষয়ক ম্যাগাজিন 'এনার্জি অ্যান্ড পাওয়ার'-এর সম্পাদক মোল্লাহ আমজাদ হোসাইন, ডিজাইন ওয়ানের পরিচালক খালেদ মাহমুদ, পিডিবি ডিস্ট্রিবিউশনের মেম্বার আবদুহু রুহুল্লাহ প্রমুখ।
মাহমুদুর রহমান মান্না বলেন, 'প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা যায়, কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন।' বিদ্যুতের প্রসঙ্গে তিনি বলেন, 'আমি সাধারণ মানুষের একজন। আমি ভোটার-বিদ্যুৎ গ্রাহক। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিদ্যুৎ দেওয়া হবে। কিন্তু বাস্তবে তা আমি পাইনি।'

No comments

Powered by Blogger.