শিল্পার প্রত্যাবর্তন
দীর্ঘদিন পর বলিউডে কাজ করতে যাচ্ছেন
সেক্সসিম্বল অভিনেত্রী শিল্পা শেঠি। বিয়ে, স্বামী ও সন্তান নিয়ে ব্যস্ত
থাকা শিল্পা তিন বছরেরও বেশি সময় বলিউডের কোন ছবিতে অভিনয় করেননি।
বরং
সংসার নিয়েই ব্যস্ত থেকেছেন এই সময়টায়। এর মধ্যে শিল্পার কাছে এক ডজনের
বেশি চলচ্চিত্রের প্রস্তাব থাকলেও তা বুঝে শুনে ফিরিয়ে দিয়েছেন তিনি। এমনকি
পরিচালক প্রিয়দর্শনের একটি ছবিতে আইটেম গানের জন্যও প্রস্তাব করা হয়েছিল
তাকে। কিন্তু আইটেম গান তিনি আর করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। নতুন খবর
হলো আইটেম গানে শিল্পাকে আর পাওয়া না গেলেও খুব শিগগিরই একটি ছবিতে দর্শকরা
দীর্ঘদিন পর দেখতে পাবেন এই অভিনেত্রীকে। ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা।
ইতিমধ্যে শিল্পার সঙ্গে তার মৌখিক কথাবার্তা সম্পন্ন হয়েছে। ছবিতে শিল্পা
অভিনয় করছেন প্রধান নারী চরিত্রে। এই ছবির নায়ক হিসেবে দেখা যাওয়ার
সম্ভাবনা রয়েছে সালমান খানকে। শিডিউল মেলাতে পারলে সালমানই হবেন ছবিতে
শিল্পার নায়ক। এর আগে সর্বশেষ ‘গর্ব’ ছবিতে সালমানের বিপরীতে অভিনয়
করেছিলেন তিনি। ছবিটি ছিল দারুণ ব্যবসা সফল। প্রভুদেবাও চাইছেন হিট এই
জুটিকে নিয়েই ছবি বানাতে। সালমানের শিডিউল পেতে কিছু সময় লাগলেও তাকেই
নেয়ার পরিকল্পনা তিনি করেছেন বলেও জানা গেছে।
No comments