রাজকন্যার জন্ম নিয়ে রসাল বিতর্ক
বৃটিশ
রাজপরিবারের নতুন রাজকন্যার জন্মের দুদিনের মাথায় শুরু হয়েছে অদ্ভুত এক
বিতর্ক। রাশিয়ার একটি পত্রিকার প্রতিবেদনে দাবি করা হয়, রাজকন্যার জন্ম ছিল
‘ভুয়া’। অনেক রাশিয়ান মনে করছেন হয় রাজকন্যার জন্ম হয়েছে তিন দিন আগে, না
হয় কেট মিডলটন নন গর্ভ ভাড়া দেয়া কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছে রাজকন্যা।
এমন ধারণার পেছনে তারা যে কারণ দেখিয়েছেন তা হলো, রাজকন্যাকে নিয়ে কেট
প্রথম যখন জনসমক্ষে আসেন তখন তাকে সাবলীল, লাবণ্যময় দেখাচ্ছিল। একাধিক
রাশিয়ান নারীর উদ্ধৃতি দিয়ে ‘কমসোমোলস্কায়া প্রাভদা’ প্রতিবেদনটি প্রকাশ
করে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে বৃটিশ মিডিয়ায়ও। মিরর আর মেট্রোতে এসেছে
পাল্টা প্রতিবেদন। এসব প্রতিবেদনে বলা হয়, ক্রেমলিনপন্থি কমসোমোলস্কায়া
প্রাভদা সংবাদপত্রের পাঠকরা উদ্ভট দাবি করেছেন। এসব পাঠক বলছেন, জন্ম দেয়ার
পরপরই ডাচেস অব কেমব্রিজকে এতো সুন্দর দেখানোটা অসম্ভব। তারা এ প্রশ্নও
তুলেছেন যে, ওইদিন নয় বরং কয়েক দিন আগে রাজকন্যার জন্ম হয়েছিল। এক নারী
বলেন, তিনি যদি স্বাভাবিকভাবে প্রসব করে থাকেন তাহলে নিশ্চিতভাবে তা কয়েক
দিন আগে। আরেক নারী বলেন, রাজকন্যা তিন দিন আগে জন্ম নিয়েছে। ধীরে সুস্থে
এখন এ খবর জানিয়েছে তারা। শিশুটিকে দেখুন। তাকে একেবারেই সদ্যপ্রসূত বলে
দেখায় না। তার বয়স কমপক্ষে তিন দিন। সেরা ডাক্তারদের সহায়তায় সন্তান প্রসব
করলেও এমন কোন কিছু নাই যা একজন নারীকে জন্ম দেয়ার ৫ ঘণ্টার ব্যবধানে
দাঁড়িয়ে পড়তে আর নিজের পায়ে ক্লিনিক ছেড়ে চলে যেতে সহায়তা করতে পারে। শুধু
তাই নয়, এক নারী তো মন্তব্য করে বসলেন, নতুন রাজকন্যাকে কেট মিডলটন জন্মই
দেন নি। তার ধারণা, গর্ভ ভাড়া দেয়া মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে রাজকন্যা।
আর কেট নিশ্চয়ই নিজেকে অন্তঃসত্ত্বা দেখাতে কৃত্রিম উপায়ে স্ফীত পেট
দেখিয়েছেন। তিনি আরও বলেন, জন্ম দেয়ার কয়েক ঘণ্টা পর হেঁটে বেড়ানো আর সাদা
পোশাকে জনসমক্ষে হাত নাড়াতে পারা স্রেফ অবাস্তব। আপনি যদি কখনও সন্তানের
জন্ম দিয়ে থাকেন তাহলে প্রসবের তিন চার ঘণ্টা বাদে নিজের অবস্থা স্মরণ
করুন। প্রসব খুব সহজ হলেও, নারীরা এরপর কয়েকঘণ্টা যাবৎ শুধু ঘুমাতে চান।
এটা লোকদেখানো এক পরিবারের রূপকথা। প্রতিবেদনের শেষে পাঠকরাও একইরকম
মন্তব্য করেছেন। তাদের বক্তব্য, কেটকে এতোটা দীপ্তিমান দেখানো অসম্ভব। একজন
তো মন্তব্য করেছেন, তিনি জন্ম দেননি, আমি নিশ্চিত। তার চোখে মাতৃত্বের
বিশেষ কোন দৃষ্টি নেই- স্বাভাবিক এ বিষয়টা দৃশ্যমান নয়। ডায়ানাকে দেখুন।
কেট স্রেফ বাকিংহ্যাম প্যালেস থিয়েটারের একজন অভিনেত্রী। মেট্রোর
প্রতিবেদনে রাশিয়ান নারীদের মন্তব্যের প্রেক্ষিতে বৃটিশ নারীদের মন্তব্য
তুলে ধরা হয়েছে। এক বৃটিশ নারী মন্তব্য করেছেন, ফালতু যত সব কথা। সন্তান
প্রসবের পরই আমি দাঁড়িয়েছিলাম। কয়েক ঘণ্টা বাদে রাতের খাবারও রেঁধেছিলাম।
আমার মনে হয় কেট আর ডায়ানা দুজনই স্বর্ণকার! ডেব ক্যালাওয়ে নামের আরেক নারী
টুইট করেছেন, ইডিয়টস! আমি সকালে সন্তান প্রসব করেছি। হাসপাতাল ছেড়েছি
চা-নাস্তা খাবার সময় হতে হতে। বাড়ি যাওয়ার পথে চেইনশপে ঢুকে ঘুরেও দেখেছি।
তবে মেনে নিলাম যে আমাকে সুন্দর দেখাচ্ছিল না। হ্যাটি প্লাম নামের আরেক
নারীর টুইট ছিল, তিনি সন্তান প্রসব করেছেন। তার ব্রেন সার্জারি হয় নি!
অনেকই নারীই জন্ম দেয়ার পর দ্রুত উঠে যেতে পারেন।
No comments