জার্মানিতে নেতানিয়াহু-নতুন বাড়ি নির্মাণে অনড় ইসরায়েল
পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে নতুন বসতি স্থাপনের পেছনে কোনো যুক্তি দেখাতে না পারলেও ইসরায়েল তাদের পরিকল্পনায় অনড়। জার্মানি সফরকালে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও তাঁদের এ পরিকল্পনার সপক্ষে মত দেন।
যদিও ইসরায়েলের ইউরোপীয় মিত্ররা প্রথম থেকেই এ পরিকল্পনার বিরোধী।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু পশ্চিম তীরে তিন হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনাকে তাঁদের একটি 'সংগত নীতি' বলে উল্লেখ করেন। জার্মানি এতে ভিন্নমত প্রকাশ করলেও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে বারবার তুলে ধরেন। গত মাসে গাজায় সংঘর্ষের ঘটনায় ইসরায়েলকে ব্যাপক সমর্থন দেওয়ার জন্য মার্কেলকে ধন্যবাদ জানান নেতানিয়াহু।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। তার পরদিনই ইসরায়েলি সরকার তিন হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদনের ঘোষণা দেয়। সূত্র : নিউইয়র্ক টাইমস।
জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে যৌথ ওই সংবাদ সম্মেলনে নেতানিয়াহু পশ্চিম তীরে তিন হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনাকে তাঁদের একটি 'সংগত নীতি' বলে উল্লেখ করেন। জার্মানি এতে ভিন্নমত প্রকাশ করলেও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক অটুট থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে বারবার তুলে ধরেন। গত মাসে গাজায় সংঘর্ষের ঘটনায় ইসরায়েলকে ব্যাপক সমর্থন দেওয়ার জন্য মার্কেলকে ধন্যবাদ জানান নেতানিয়াহু।
গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ ভোটে ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে। তার পরদিনই ইসরায়েলি সরকার তিন হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা অনুমোদনের ঘোষণা দেয়। সূত্র : নিউইয়র্ক টাইমস।
No comments