মালালাকে দেখতে যাবেন জারদারি
পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালা ইউসুফজাইয়ের সঙ্গে দেখা করবেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সপ্তাহব্যাপী যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের উদ্দেশে গতকাল শুক্রবার পাকিস্তান ছেড়েছেন জারদারি।
যুক্তরাজ্য সফরের এক ফাঁকে বার্মিংহাম হাসপাতালে চিকিত্সাধীন মালালার খোঁজ নেবেন তিনি।
দ্য ডনের খবরে বলা হয়, মালালার সুস্থতার খবর নিতে তার সঙ্গে দেখা করবেন জারদারি। ১০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় ‘স্ট্যান্ড আপ ফর মালালা: গার্লস’ রাইট টু এডুকেশন’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ইউনেসকো ও পাকিস্তানের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ফ্রান্স সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করবেন জারদারি।
দ্য ডনের খবরে বলা হয়, মালালার সুস্থতার খবর নিতে তার সঙ্গে দেখা করবেন জারদারি। ১০ ডিসেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় ‘স্ট্যান্ড আপ ফর মালালা: গার্লস’ রাইট টু এডুকেশন’ নামের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ইউনেসকো ও পাকিস্তানের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
ফ্রান্স সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করবেন জারদারি।
No comments