তারাগঞ্জে আমন খেতে খোলপচা রোগ
রংপুরের তারাগঞ্জ উপজেলার আমন খেতগুলোতে খোলপচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক প্রয়োগ করেও এ রোগ দমন করতে না পারায় কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। গাছের বৃদ্ধির সময় এ রোগ দেখা দেওয়ায় এবার আমনের ফলন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার পাঁচটি ইউনিয়নের নয় হাজার ৮০০ হেক্টর জমিতে এবার আমন ধানের চাষ হয়েছে। বর্ষায় বৃষ্টি কম হওয়ায় এবার চাষ হয়েছে দেরিতে। এখন ধান গাছের বৃদ্ধির সময়।
কৃষকেরা বলছেন, এখন তাঁদের খেতের গাছের কাণ্ড লাল হয়ে পাতা শুকিয়ে মরে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও তাঁরা এ রোগ সামাল দিতে পারছেন না।
মেনানগর গ্রামের কৃষক আফজালুল হক ও আশরাফুল আলম বলেন, তাঁদের এক বিঘা করে জমির ১০ ভাগের তিন ভাগ ধানগাছ খোলপচা রোগে আক্রান্ত হয়েছে। কোনোভাবেই তাঁরা এ রোগ দমন করতে পারছেন না। জুমঞ্চাপাড়া গ্রামের কৃষক মিন্টু মিয়া বলেন, ‘আমি তিন বিঘা জমিতে ধান লাগিয়েছি। গাছ দেখে মনে হইছিল ফলন ভালো হইবে। কিন্তু হঠাৎ করি এই রোগ খেতে ধরি গাছগুলা দুর্বল হয়া যায়ছে। ঔষধ দিয়াও কাম হয়ছে না।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সমির চন্দ্র ঘোষ বলেন, প্রয়োজনের তুলনায় খেতে পটাশ সার কম ও ইউরিয়া সার বেশি ব্যবহার করলে এ রোগ দেখা দেয়। প্রতি বিঘায় (৩৩ শতক) পাঁচ কেজি পটাশ ছিটিয়ে দিলে এ রোগ দমন হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে এ রোগ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
কৃষকেরা বলছেন, এখন তাঁদের খেতের গাছের কাণ্ড লাল হয়ে পাতা শুকিয়ে মরে যাচ্ছে। কীটনাশক প্রয়োগ করেও তাঁরা এ রোগ সামাল দিতে পারছেন না।
মেনানগর গ্রামের কৃষক আফজালুল হক ও আশরাফুল আলম বলেন, তাঁদের এক বিঘা করে জমির ১০ ভাগের তিন ভাগ ধানগাছ খোলপচা রোগে আক্রান্ত হয়েছে। কোনোভাবেই তাঁরা এ রোগ দমন করতে পারছেন না। জুমঞ্চাপাড়া গ্রামের কৃষক মিন্টু মিয়া বলেন, ‘আমি তিন বিঘা জমিতে ধান লাগিয়েছি। গাছ দেখে মনে হইছিল ফলন ভালো হইবে। কিন্তু হঠাৎ করি এই রোগ খেতে ধরি গাছগুলা দুর্বল হয়া যায়ছে। ঔষধ দিয়াও কাম হয়ছে না।’
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সমির চন্দ্র ঘোষ বলেন, প্রয়োজনের তুলনায় খেতে পটাশ সার কম ও ইউরিয়া সার বেশি ব্যবহার করলে এ রোগ দেখা দেয়। প্রতি বিঘায় (৩৩ শতক) পাঁচ কেজি পটাশ ছিটিয়ে দিলে এ রোগ দমন হয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে গিয়ে এ রোগ প্রতিরোধে কৃষকদের পরামর্শ দিচ্ছেন।
No comments