‘পেট্রোবাংলাকে সব সরকার অকেজো ও অক্ষম করেছে’
যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলাকে অকেজো এবং অক্ষম প্রতিষ্ঠানে পরিণত করেছে। দেশের খনিজ সম্পদকে বহুজাতিক কোম্পানির কাছে তুলে দেওয়াই যেন সরকারগুলোর মূল লক্ষ্য।
গণসংহতি আন্দোলনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত জনসভায় বক্তারা এ অভিযোগ করেন।
সভায় তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের মানুষের জাতীয় সক্ষমতা বিকাশের কোনো উদ্যোগ এ দেশের শাসকেরা দেখাতে পারেননি। ফুলবাড়ীতে এশিয়া এনার্জিকে কয়লাখনি ইজারা দেওয়ার পাঁয়তারা করার ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই।’
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘শাসকগোষ্ঠী বিদেশি শক্তিগুলোর কাছে এতটাই নতজানু যে বাংলাদেশ কীভাবে চলবে, তা ক্ষমতাশালী দেশগুলোর দূতাবাসে নির্ধারিত হয়।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুস সালামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আখতারুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।
সভায় তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের মানুষের জাতীয় সক্ষমতা বিকাশের কোনো উদ্যোগ এ দেশের শাসকেরা দেখাতে পারেননি। ফুলবাড়ীতে এশিয়া এনার্জিকে কয়লাখনি ইজারা দেওয়ার পাঁয়তারা করার ক্ষেত্রে আওয়ামী লীগ বা বিএনপি সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই।’
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘শাসকগোষ্ঠী বিদেশি শক্তিগুলোর কাছে এতটাই নতজানু যে বাংলাদেশ কীভাবে চলবে, তা ক্ষমতাশালী দেশগুলোর দূতাবাসে নির্ধারিত হয়।’
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুস সালামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা আখতারুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।
No comments